For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক যুদ্ধবিমানের পাইলটকে মারধর পাকিস্তানিদেরই! কেন ঘটে গেল এমন কাণ্ড

পাকিস্তানের ২০ টি যুদ্ধবিমান একযোগে ভারতের আকাশে হামলার চেষ্টা করেছিল গত ২৭ ফেব্রুয়ারি। মুহূর্তে সেই বিমানগুলিকে ধাওয়া করে ভারতের মিগ ২১।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের ২০ টি যুদ্ধবিমান একযোগে ভারতের আকাশে হামলার চেষ্টা করেছিল গত ২৭ ফেব্রুয়ারি। মুহূর্তে সেই বিমানগুলিকে ধাওয়া করে ভারতের মিগ ২১। ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানের একটিতে ছিলেন উইং কামান্ডার অভিনন্দন বর্তমান। যিনি হানাহানির মধ্য়ে প্যারাশ্যুটে অবতরণ করতে বাধ্য হন পাকিস্তানের মাটিতে। আর সেখানে তিনি পৌঁছতেই তাঁকে ঘিরে ধরে অত্যাচার চালায় স্থানীয় পাকিস্তানিরা। এই ঘটনার সময় আরও এক পাকিস্তানি যুদ্ধবিমানের পাইলটও একইভাবে আহত হয়ে পাক অধিকৃত কাশ্মীরে নামেন। তাঁর কপালেও একই অত্যাচার জোটে!

পাক যুদ্ধবিমানের পাইলটকে মারধর পাকিস্তানিদেরই! কেন ঘটে গেল এমন কাণ্ড

উল্লেখ্য, পাকিস্তানের একাধিক প্রথম সারির পত্রিকা জানিয়েছে, অভিনন্দন বর্তমান পাকিস্তানে পৌঁছেতেই তাঁকে দেখে ছুটে আসেন স্থানীয়রা। অভিনন্দন প্রশ্ন করেন 'এটা পাকিস্তান না ভারত?' উত্তর জানতে পেরেই নিজের প্রাণের কদর না করে আগে তিনি রক্ষা করেন গোপন নথি। তারপরই স্থানীয়রা তাঁর ওপর চড়াও হয়ে মারধর করতে থাকে,যথন তাঁরা জানতে পারেন আহত অভিনন্দন পাকিস্তানি নন, বরং ভারতীয়। এদিকে,পাকিস্তানের যুদ্ধবিমান এফ ১৬ এর একত পাইলট আহত হয়েও ওই পাক অধিকৃত কাশ্মীরে পড়ে যান। তাঁর চোট ছিল গুরুতর। তিনি সেই অবস্থায় জানান যে তিনি পাকিস্তানি। কিন্তু স্থানীয়রা নিজের দেশের পাইলটকেই বিশ্বাস করতে পারেননি। প্রথমেই আহত পাক পাইলটকে ঘিরে ধরে শুরু হয় মারধর।

[আরও পড়ুন:ভারত-পাক উত্তেজনার মধ্যে মোদীকে ফোন পুতিনের! সন্ত্রাসবাদ ইস্যুতে কোন বার্তা রাশিয়ার][আরও পড়ুন:ভারত-পাক উত্তেজনার মধ্যে মোদীকে ফোন পুতিনের! সন্ত্রাসবাদ ইস্যুতে কোন বার্তা রাশিয়ার]

পাকিস্তানের ওই এলাকার বাসিন্দারের মারধরের পর্যায় এতটাই চরম ছিল যে , তার জেরে সেখানেই আরও অসুস্থ হয়ে যান ওই পাক পাইলট। স্থানীয়রা কিছুতেই বিশ্বাস করতে চাননি তিনি পাকিস্তানি পাইলট। ফলে তিনি গুরুর আহত হয়ে পড়েন।শোনা যাচ্ছে, এই মারধরের ঘটনার জেরেই পাকিস্তান প্রথমে বিশ্বাস করেছিল যে ২ জন ভারতীয় পাইলট পাকিস্তানে অবতরণ করেছে। কিন্তু পরে জানানো হয়, সংখ্যা ২ জনের নয়, বরং ১ জন ভারতীয় বায়ুসেনা পাইলট পাকিস্তানের কব্জায় রয়েছে।

[আরও পড়ুন:বৈষ্ণোদেবীর কাছাকাছি আসার চেষ্টা করেছিল পাক যুদ্ধবিমান, সঙ্গে সঙ্গে ধাওয়া করে তাড়িয়ে দেয় ভারত][আরও পড়ুন:বৈষ্ণোদেবীর কাছাকাছি আসার চেষ্টা করেছিল পাক যুদ্ধবিমান, সঙ্গে সঙ্গে ধাওয়া করে তাড়িয়ে দেয় ভারত]

[আরও পড়ুন:অসুস্থ হয়ে শয্যাশায়ী জঙ্গি মাসুদ আজহার, চিন্তায় ঘুম হচ্ছে না পাকিস্তানের][আরও পড়ুন:অসুস্থ হয়ে শয্যাশায়ী জঙ্গি মাসুদ আজহার, চিন্তায় ঘুম হচ্ছে না পাকিস্তানের]

English summary
Pak F16 pilot beaten by Pakistani villagers believing he was Indian.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X