For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অধিকার' ফলাতে ভারতে হানা! ইসলামাবাদের যুদ্ধ-হুঁশিয়ারি দিল্লিকে

পাকিস্তানের মাটিতে বায়ুসেনার যুদ্ধবিমান হামলার পরই এদিন সকালে পাল্টা জবাবে কাশ্মীরের রজৌরি সেক্টরে পাকিস্তানি যুদ্ধবিমান এফ ১৬ ঢুকে পড়ে। সেখানে নৌশেরায় বোমাবর্ষণ করা হয় বলে খবর উঠে আসে।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের মাটিতে বায়ুসেনার যুদ্ধবিমান হামলার পরই এদিন সকালে পাল্টা জবাবে কাশ্মীরের রজৌরি সেক্টরে পাকিস্তানি যুদ্ধবিমান এফ ১৬ ঢুকে পড়ে। সেখানে নৌশেরায় বোমাবর্ষণ করা হয় বলে খবর উঠে আসে। এই হামলা পাকিস্তানের অধিকারের মধ্য়ে পড়ে বলে দাবি করা হয়েছে ইসলামাবাদের তরফে। কারণ আত্মরক্ষা করার জেরেই ভারতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন পাকিস্তানের বিদেশ সচিব মহম্মদ ফয়জল।

অধিকার ফলাতে ভারতে হানা! ইসলামাবাদের যুদ্ধ-হুঁশিয়ারি দিল্লিকে

মহম্মদ ফয়জল জানিয়েছেন, পাকিস্তান যে নিজেকে রক্ষা করতে পারে তা জানাতেই এই বিমান অভিযান চালিয়েছে পাকিস্তান সেনা।আত্মরক্ষার স্বার্থেই এই হামলা। তাঁর দাবি পাকিস্তান কোনও রকমের উত্তেজনা তৈরি করতে চায় না। তবে যদি পরিস্থিতি আসে তাহলে তার জবাব দেবে পাক সেনা।

এদিকে, এদিন সকালেই ভারতের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ৩ টি পাকিস্তানি যুদ্ধবিমান ঢুকে যায় ভারতে। পাল্টা জবাবের প্রস্তুতি নিতে শুরু করে ভারতীয়সেনা। প্রথমে বিমানগুলিকে ফিরে যাওয়ার বার্তা দিলেও ভারতীয় নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে তা ৫ কিলোমিটার ভিতরে ঢুকে যায়। এরপরই গুলি চালায় ভারতীয় সেনা। আর তাতেই ওই যুদ্ধবিমান ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর।

English summary
Pak F16 air strike update, Sole purpose of this action was to demonstrate our right says pakistan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X