For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশে পদ্মা সেতুর উদ্বোধন ২৫শে জুন, বললেন ওবায়দুল কাদের

  • By Bbc Bengali

২৫শে জুন মাসে পদ্মা সেতু উদ্বোধনের ঘোষণা দিয়েছে সরকার
Getty Images
২৫শে জুন মাসে পদ্মা সেতু উদ্বোধনের ঘোষণা দিয়েছে সরকার

পদ্মা নদীর ওপর নির্মিত বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতুটি আগামী ২৫শে জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন "এখানে আরেকটি বিষয় পরিষ্কার আমরা দুটো সামারি নিয়ে এসেছিলাম, একটা সামারি তিনি (প্রধানমন্ত্রী) তারিখ দিয়ে সই করেছেন ২৫শে জুন। আরেকটা সামারি তিনি স্বাক্ষর করেননি। সেটা হচ্ছে নামকরণ। তিনি (প্রধানমন্ত্রী) বলছেন পদ্মা সেতু পদ্মা নদীর নামেই হবে। এখানে অন্য কারো নাম আমি দেব না। বঙ্গবন্ধু পরিবারের কারো নাম আমি সংযোজন করবো না"।

আরো পড়ুন:

বাংলাদেশের পদ্মা নদীর ওপর দিয়ে তৈরি ছয় দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটির মাধ্যমে দক্ষিণাঞ্চলের ১৯টি জেলার সঙ্গে দেশের বাকি অংশের সড়ক সংযোগ তৈরি হবে। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতু।

পদ্মা সেতু নিয়ে কিছু তথ্য

* পদ্মা সেতুতে গাড়ির লেন থাকবে একেক পাশে দুটো করে এবং একটি ব্রেকডাউন লেন। অর্থাৎ মোট ছয় লেনের ব্রিজ হচ্ছে, যদিও একে বলা হচ্ছে ফোর লেনের ব্রিজ।

পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতু
BBC
পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতু

* পদ্মা সেতুর দৈর্ঘ্য (পানির অংশের) ৬ দশমিক ১৫ কিলোমিটার। তবে ডাঙার অংশ ধরলে সেতুটির মোট দৈর্ঘ্য প্রায় নয় কিলোমিটার।

* দ্বিতল পদ্মা সেতুর এক অংশ থাকবে মুন্সিগঞ্জের মাওয়ায়, আরেক অংশ শরীয়তপুরের জাজিরায়।

* সেতুর ওপরে গাড়ি চলাচল করবে, রেল চলবে নিচের অংশে।

* পদ্মা সেতু নির্মাণে মোট খরচ করা হচ্ছে ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা। গত বছরের ৪ ডিসেম্বর পর্যন্ত ব্যয় করা হয়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা। এসব খরচের মধ্যে রয়েছে সেতুর অবকাঠামো তৈরি, নদী শাসন, সংযোগ সড়ক, ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ, বেতন-ভাতা ইত্যাদি।

বিবিসি বাংলায় আরো পড়ুন:

ফজলি আম নিয়ে দুই জেলার টানাটানি, শুনানি মঙ্গলবার

তাইওয়ানে চীন 'বিপদ নিয়ে খেলছে' - সরাসরি হুমকি বাইডেনের

ডলারের বাজার সামাল দিতে কী পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ?

কুড়িগ্রামের চর রাজিবপুর কেন সবচেয়ে দরিদ্র এলাকা

English summary
Padma bridge to be inaugurated on 25th June in Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X