For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘনাচ্ছে বড় বিপদ! ভারতের আয়তনের চেয়ে ৮ গুণেরও বেশি বড় ছিদ্র ওজোন স্তরে

ভারতের আয়তনের চেয়ে ৮ গুণেরও বেশি বড় ছিদ্র ওজোন স্তরে, ভয়াবহ তথ্য দিচ্ছে নাসা

  • |
Google Oneindia Bengali News

বিশ্ব উষ্ণায়ন ও গ্রিন হাউস এফেক্টের ভয়াবহ খেসারত যে পৃথিবীকে চলতি শতকেই দিতে হবে তা আগেই ভবিষ্যতবাণী করে রেখেছিলেন বিশেষজ্ঞরা। এবার তাই যেন বিন্দুতে বিন্দুতে সত্যি হতে চলেছে। সদ্য প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছিল ওজোন স্তরের একাধিক ছিদ্রের আকার অ্যান্টার্কটিকার থেকেও বড় হয়ে যাচ্ছে ক্রমশ। এবার দেখা যাচ্ছে ওজোন স্তরের একটি ছিদ্র প্রায় ভারতের মোট আকারের থেকেও কয়েক গুণ বড় হয়ে গিয়েছে। আর তাতেই বেড়েছে চিন্তা।

ভারতের আয়তনের চেয়ে ৮ গুণেরও বেশি বড় ছিদ্র

ভারতের আয়তনের চেয়ে ৮ গুণেরও বেশি বড় ছিদ্র

সহজ ভাষায় বিজ্ঞানীরা জানাচ্ছে আপাতদৃষ্টিতে দেখতে গেলে ওই ছিদ্রের আকার ভারতের আয়তনের চেয়ে ৮ গুণেরও বেশি। মোট আকার প্রায় আড়াই কোটি বর্গ কিলোমিটারের। গত চার দশকে ওজোন স্তরে যত বড় ছিদ্র দেখা গিয়েছে এটি আকারে তাদের মধ্যে সব থেকে বড় বলে জানা যাচ্ছে। এদিকে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি যাতে পৃথিবীর মাটিতে পৌঁছাতে না পারে সেজন্য ঢাল হয়ে বায়ুমণ্ডলের উপরের দিকে রক্ষ কবচের মতো থাকে ওজোন স্তর।

কোথায় রয়েছে ওজোন

কোথায় রয়েছে ওজোন

আরও সহজ করে বললে পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে নীচের স্তরকে (ভূপৃষ্ঠ ও তার কাছাকাছি) বলা হয় 'ট্রপোস্ফিয়ার'। তার উপরে রয়েছে আরও একটি স্তর। যার নাম 'স্ট্র্যাটোস্ফিয়ার'। সেই স্ট্র্যাটোস্ফিয়ারের একেবারে উপরের স্তরে রয়েছে এই ওজোনের চাদর। এদিকে ওজোন স্তরে এত বড় মাপের ফাটল শেষ দেখা গিয়েছিল আজ থেকে ৪২ বছর আগে। ১৯৭৯ সালে।

কেন বাড়ছে উদ্বেগ

কেন বাড়ছে উদ্বেগ

ভূপৃষ্ঠের সাত থেকে ২৫ কিলোমিটার বা ১১ থেকে ৪০ কিলোমিটার উঁচুতেই মূলত রয়েছে ওজোন। অন্যদিকে ১৯৮৭ সালে ১৬ সেপ্টেম্বর বায়ুমণ্ডলের ওজোন স্তর সুরক্ষার জন্য মন্ট্রিল প্রটোকল মেনে চলার জন্য পৃথিবীর সকল রাষ্ট্র একমত হলেও উন্নত দেশগুলি তা বাস্তবায়ন করছে না বলে অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরেই। এমনকী বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাবে ক্রমেই ছিন্ন ভিন্ন হয়ে পড়ছে পৃথিবীর এই রক্ষাকবচ।



খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
NASA says Ozone holes are more than 8 times larger than in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X