For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা নিধনে অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়ালের ফলাফল প্রকাশ্যে! অপেক্ষার অবসান ঘটিয়ে কী জানা গেল

অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়ালের ফলাফল প্রকাশ্যে! কী জানা গেল

Google Oneindia Bengali News

বহু অপেক্ষার পর প্রকাশ্যে এল অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়ালের ফলাফল। গোটা বিশ্ব এই ট্রায়ালের দিকে তাকিয়ে রয়েছে। আর তার ফলাফলের জন্য়ও ছিল অধীর অপেক্ষা। অ্যাস্ট্রা জেনেকা নামক এই ভ্যাকসিন মানব শরীরে কীভাবে কাজ করবে, তা কতটা সফল তা , এই বিষয়ে নিজের মতামত প্রকাশ করল অক্সফোর্ড।

ল্যানসেট জার্নাল যা জানিয়েছে

ল্যানসেট জার্নাল যা জানিয়েছে

'ল্যানসেট' জার্নালের সম্পাদক জানিয়েছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের ফলাফল অত্যন্ত আশাব্যাঞ্জক। এতে মানবসভ্যতার সহায়ক বহু বিষয় রয়েছে বলে দাবি করা হচ্ছে।

 অ্যাস্ট্রা জেনেকা কেমন?

অ্যাস্ট্রা জেনেকা কেমন?

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিন, 'নিরাপদ, সহ্য করা যায় এমন এবং এটি রোগ প্রতিরোধের ক্ষমতা রাখে। ' এমনই তথ্য এই মুহূর্তে সামনে এসেছে।

 ভ্যাকসিন ও কিছু তথ্য

ভ্যাকসিন ও কিছু তথ্য

হু যারা বিশ্বজুড়ে ১৪০টি নোভেল করোনা ভাইরাসের প্রতিষেধকের প্রতিদ্বন্দ্বীদের পরিচালনা করছে, যার মধ্যে প্রায় ২৪টি প্রতিষেধক বিভিন্ন স্তরে মানুষের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য গিয়েছে। চিনা সংস্থা সিনেভ্যাক বায়োটেক তাদের প্রতিষেধকের ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে এবং ব্রাজিলে চলছে তাদের ট্রায়াল। অন্যদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়/‌অ্যাস্ট্রাজেনেকা তিন ও দ'‌নম্বরের মিশ্র স্তরে রয়েছে এবং ব্রিটেনে ট্রায়াল চলছে। তবে খুব শীঘ্রই দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলেও ট্রায়াল শুরু হবে।

ট্রায়াল পর্বের তথ্য

ট্রায়াল পর্বের তথ্য

অন্যান্য শীর্ষস্থানীয় প্রতিযোগীদের মধ্যে জার্মান ফার্ম বায়োএনটেক ফার্মার মেজর ফাইজারের সঙ্গে কোভিড-১৯ এর একটি ভ্যাকসিন তৈরির জন্য সহযোগিতা করছে। সংস্থাগুলি সার্স-কোভ-২ এর বিরুদ্ধে সুরক্ষার জন্য দুটি তদন্তকারী ভ্যাকসিন পরীক্ষার জন্য ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ইউএসএফডিএ) থেকে দ্রুত ট্র্যাকের অনুমতি পেয়েছে।

সংক্রমণ বৃদ্ধি সত্ত্বেও খোলা তিরুমালা মন্দির, কোভিডে মৃত্যু প্রাক্তন পুরোহিতেরসংক্রমণ বৃদ্ধি সত্ত্বেও খোলা তিরুমালা মন্দির, কোভিডে মৃত্যু প্রাক্তন পুরোহিতের

English summary
Oxford COVID-19 vaccine trial result published, know the outcome
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X