For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে আর ক্ষমতায় চায় না তার নিজের দল

সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নেয়ার পর, প্রেসিডেন্ট রবার্ট মুগাবের উপরে 'অনাস্থা' জানিয়ে তারই ক্ষমতাসীন দল জানু-পিএফ পার্টি তাকে পদত্যাগ করার আহ্বান তার দল জানু-পিএফ।

  • By Bbc Bengali

১৯৮০ সাল থেকে জিম্বাবুয়ের ক্ষমতায় রয়েছেন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে
AFP
১৯৮০ সাল থেকে জিম্বাবুয়ের ক্ষমতায় রয়েছেন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে

প্রেসিডেন্ট রবার্ট মুগাবের উপরে 'অনাস্থা' জানিয়ে তারই ক্ষমতাসীন দল জানু-পিএফ পার্টি তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে।

এই খবর প্রকাশ করেছে জিম্বাবুয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

দেশটির হেরাল্ড নিউজ পেপারের সংবাদ অনুযায়ী, দেশটির দশটি আঞ্চলিক শাখা থেকেই মি. মুগাবেকে পদত্যাগের জন্য ডাক দেয়া হয়েছে।

শনিবারে দেশটির রাজধানী হারারেতে একটি বিক্ষোভ সমাবেশ হবার কথা রয়েছে। সেনা সমর্থনেই এই সমাবেশ হচ্ছে বলে মনে করা হচ্ছে।

জিম্বাবুয়ের সংবাদমাধ্যমে বলা হচ্ছে, রবার্ট মুগাবে তার ক্ষমতা হারাচ্ছেন
AFP/GETTY
জিম্বাবুয়ের সংবাদমাধ্যমে বলা হচ্ছে, রবার্ট মুগাবে তার ক্ষমতা হারাচ্ছেন

সেই বিক্ষোভের আগেই জানু-এফ পার্টির আঞ্চলিক শাখাগুলো মুগাবেকে পদত্যাগের এই ডাক দেয়া হলো। দেশটির উদারপন্থীরাও তাকে পদত্যাগের আহবান জানিয়েছেন।

সেনারা জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নেবার পর থেকে মি. মুগাবে গৃহবন্দী আছেন যদিও তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানাচ্ছেন বলে জানা যাচ্ছে। সেনারা দেশটির নিয়ন্ত্রণ নেবার পর শুক্রবার প্রথমবারের মতো তাকে জনসম্মুখে দেয়া যায়। সে সময় তিনি শুক্রবারে একটি সমাবর্তন অনুষ্ঠানে তিনি যোগ দেন।

১৯৮০ সাল থেকে জিম্বাবুয়ের ক্ষমতায় রয়েছেন ৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।

প্রেসিডেন্ট মুগাবে গত সপ্তাহে তার ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াকে বরখাস্ত করলে এই রাজনৈতিক সংকটের সূচনা হয়।

সম্প্রতি জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ গ্রহণ করে সেনাবাহিনী
AFP
সম্প্রতি জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ গ্রহণ করে সেনাবাহিনী

মি: নানগাগওয়াকে এতদিন প্রেসিডেন্ট মুগাবের উত্তরসূরী ভাবা হলেও সম্প্রতি তাঁর জায়গায় ফার্স্ট লেডি গ্রেস মুগাবের নাম সামনে চলে আসে।

এর জের ধরে মি. নানগাগওয়াকে বরখাস্ত করে মি. মুগাবে।

আর তারপরই দেশটির ক্ষমতার নিয়ন্ত্রণ গ্রহণ করে জিম্বাবুয়ের সেনাবাহিনী।

English summary
Own party of Robert Mugabe donot want him as a Zimbabwe President
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X