For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে জঙ্গি হানায় ৫০০ জনের মৃত্যু কেবল ২০১৯ সালেই! সন্ত্রাস ইস্যুতে কোন চাঞ্চল্যকর তথ্য উঠছে

বিশ্বের বিভিন্ন দেশই বারবার জানিয়েছে, যে পাকিস্তান এক্কেবারে 'বারুদের স্তূপ' এর মধ্যে বসে রয়েছে। সেদেশে একের পর এক জঙ্গি শিবির ক্রমাগত মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের বিভিন্ন দেশই বারবার জানিয়েছে, যে পাকিস্তান এক্কেবারে 'বারুদের স্তূপ' এর মধ্যে বসে রয়েছে। সেদেশে একের পর এক জঙ্গি শিবির ক্রমাগত মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। মূলত আইএসআই-য়ের প্রচ্ছন্ন নেতৃত্বে থাকা পাকিস্তানকে গোটা বিশ্ব 'সন্ত্রাসের আঁতুর ঘর' হিসাবে চিনলেও খোদ পাকিস্তানে ২০১৯ সালে ৩০০ এরও বেশি জঙ্গি হামলা হয়েছে।

 ২০১৯ সালে পাকিস্তানে জঙ্গি হানায় মৃত্যুর সংখ্যা কত?

২০১৯ সালে পাকিস্তানে জঙ্গি হানায় মৃত্যুর সংখ্যা কত?

২০১৯ সালে পাকিস্তানে ৩৭০ টি জঙ্গি হামলার ঘটনা ঘটে। তবে তা ২০১৮ সালের থেকে ৩০ শতাংশ কম বলে জানা গিয়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এমনই দাবি করেছে। আর সেই ৩৭০ টি জঙ্গি হামলায় পাকিস্তানে মৃত্যু হয়েছে ৫১৮ জনের।

 ২০১৯ সালে পাকিস্তান কতজন জঙ্গি গ্রেফতার হয়েছে?

২০১৯ সালে পাকিস্তান কতজন জঙ্গি গ্রেফতার হয়েছে?

পাকিস্তানে ২০১৯ সালে গ্রেফতার হয়েছে ১৪১ জন জঙ্গি। তাদের মধ্যে অনেকেই জামাত-উদ-দাওয়া ও জইশ-এ-মহম্মদের জঙ্গি। এদিকে, তেহরিক-এ-তালিবান-পাকিস্তান ও ইসলামিক স্টেট সেখানে ১২ টি জঙ্গি হামলার ঘটনায় জড়িত ছিল বলে দাবি করেছে।

FATF-এর নজরে পাকিস্তান

FATF-এর নজরে পাকিস্তান

একদিকে যখন পাকিস্তানের সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে সন্ত্রাসবাদের জেরে, তখন অন্যদিকে, সন্ত্রাসবাদে টাকা বিনিয়োগের জন্য পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সেদেশকে ধবসর তালিকভূক্ত করেছে FATF। এমন পরিস্থিতিতে পাকিস্তানে ৫১৮ জনের মৃত্যুর হিসাব নিঃসন্জেহে বড় ঘটনা।

English summary
Over 500 people killed in 370 terror attacks in Pakistan in 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X