For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের বিতর্কে ফেসবুক, অনলাইনে ফাঁস হচ্ছে ব্যবহারকারীদের ফোন নম্বর

ফের ফেসবুকে তথ্য ফাঁসের অভিযোগ। প্রায় ৪ ১৯ মিলিয়ন ফেসবুক গ্রাহকের ফোন নম্বর অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। তার মধ্যে ১৩৩ মিলিয়ন গ্রাহক আমেরিকা। ১৮ মিলিয়ন গ্রাহক ব্রিটেনে এবং ৫০ মিলিয়ন গ্রাহক ভিয়েতনামের।

Google Oneindia Bengali News

ফের ফেসবুকে তথ্য ফাঁসের অভিযোগ। প্রায় ৪ ১৯ মিলিয়ন ফেসবুক গ্রাহকের ফোন নম্বর অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। তার মধ্যে ১৩৩ মিলিয়ন গ্রাহক আমেরিকা। ১৮ মিলিয়ন গ্রাহক ব্রিটেনে এবং ৫০ মিলিয়ন গ্রাহক ভিয়েতনামের। যাঁরা নিডেদের ফোন নম্বর দিয়ে ফেসবুক আইডি খুলেছেন তাঁদেরই ফোন নম্বর ফাঁস হয়েছে বলে জানা গিয়েছে। এর জেরে গ্রাকদের একাধিত তথ্য অনায়াসেই হ্যাক করা সম্ভব হবে। এমনই মনে করছে প্রযুক্তিবিদরা। এই ফোন নম্বর দিয়ে অনায়াসেই মোবাইল সিম ট্রান্সফার করতে পারবে হ্যাকাররা।

ফের বিতর্কে ফেসবুক, অনলাইনে ফাঁস হচ্ছে ব্যবহারকারীদের ফোন নম্বর

যদিও ফেসবুকের দাবি পুরোটাই পুরনো তথ্য প্রকাশ্যে এসেছে অধিকাংশ ডেটাই মুছে ফেলা হয়েছে। ফেসবুকের মুখপাত্র জানিয়েছেন, গতবার তথ্য ফাঁসের ঘটনা ঘটনার সময় তাঁরা কিছু আপডেট করেছিলেন। এগুলি সেই ফোননম্বর। তার অধিকাংশই এখন মুছে ফেলা হয়েছে ফেসবুক থেকে। গতবছরই ফেসবুকে তথ্য ফাঁসের ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ।

শুধু ফেসবুক নয় ইনস্টাগ্রামেও এই তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। প্রায় দেড় কোটি গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অবৈধ ভাকে একাধিক পোস্ট করার ঘটনা ঘটেছে। এই ফেসবুককে কাঠগড়ায়ও দাঁড়াতে হয়েছিল।

English summary
Over 419 million phone numbers linked to Facebook users in an open online database
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X