For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বহু অ্যান্ড্রয়েড ব্যবহারকারী আক্রান্ত এই নতুন ম্যালওয়ার হানায়

মূলত জুডি হল একটি অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার। গুগলের নিজস্ব সিকিউরিটি ফিচার বাউন্সারকে তোয়াক্কা না করেই ক্রমাগত ছড়াচ্ছে এই ম্যালওয়্যারটি।

  • |
Google Oneindia Bengali News

র‌্যানসমওয়্যার হামলায় ইতিমধ্যেই দুনিার বহু দেশই সাইবার আক্রমণের শিকার হয়েছে। বাদ যায়নি এদেশ, এরাজ্যও। সেই রেশ সামলাতে না সামলাতেই আরেক ম্যালওয়ার আক্রমণের খবর সামনে এলো। তার নাম 'judy' বা 'জুডি'। এখনও পর্যন্ত প্রায় ৩ কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এর শিকার।

মূলত জুডি হল একটি অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার। গুগলের নিজস্ব সিকিউরিটি ফিচার বাউন্সারকে তোয়াক্কা না করেই ক্রমাগত ছড়াচ্ছে এই ম্যালওয়্যারটি। জানা গিয়েছে 'judy' নামের ম্যালওয়ারটি ছড়াচ্ছে রান্নবা বান্না ও ফ্যাশন সংক্রান্ত গেম থেকে। নন গুগুল সার্ভারের মাধ্যমে অ্যাপ ডাউনলোড করতে তাই বারন করছেন বিশেষজ্ঞরা।

বহু অ্যান্ড্রয়েড ব্যবহারকারী আক্রান্ত এই নতুন ম্যালওয়ার হানায়

আরও জানা গিয়েছে যে কোরিয়ান সংস্থার তৈরি ৪১ টি অ্যাপে অটো ক্লিকিং এর মাধ্যমে 'judy' ম্যালওয়ার ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকটি ফোনে যেখানে এই ম্যালওয়্যার ছড়াচ্ছে তার মাধ্যমে বহু অঙ্কের টাকা চলযাচ্ছে হ্যাকারের অ্যাকাউন্টে।

কোরিয়ান সংস্থা এনস্টুডিওর তৈরি করা বিশেষ কিছু অ্যাপকে প্লে স্টোর থেকে বাদ দিয়েছে গুগল। তবে আরও বেশ কয়েকটি অ্যাপে মেলার আশঙ্কা রয়েছে 'judy'এর চিহ্ন।

English summary
Over 36.5 million Android users infected by 'Judy'; here's how you can find out if you're a victim
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X