For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের বিতর্কে ট্রাম্প! ভোটের ফল পাল্টাতে চাপ জর্জিয়া, অ্যারিজোনার গভর্নরকে

ফের বিতর্কে ট্রাম্প! ভোটের ফল পাল্টাতে চাপ জর্জিয়া, অ্যারিজোনার গভর্নরকে

  • |
Google Oneindia Bengali News

নির্বাচনী লড়ইয়ে মুখ থুবড়ে পড়েও কিছুতেই যেন হোয়াইট হাউসের মায়া ত্যাগ করতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। এবার ভোটের ফল পাল্টাতে জর্জিয়ার গভর্নরকে চাপ দেওয়া অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মার্কিন রাজ্য-রাজনীতিতে।

আইনসভায় বিশেষ অধিবেশনের অনুরোধ

আইনসভায় বিশেষ অধিবেশনের অনুরোধ

প্রসঙ্গত উল্লেখ্য, এই রাজ্য একসময় রিপাবলিকানদের দখলে থাকলেও সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনে জো বাইডেনের ডেমোক্র্যাট শিবিরের কাছে ধরাশায়ী হয়েছেন ট্রাম্প। সূত্রের খবর, ইতিমধ্যেই জর্জিয়ার গভর্নয় ব্র্যায়ান ক্যাম্পকে ফোন করে প্রথম বেশ কিছু ‘বিশেষ' অনুরোধ করেন বলে জানা যায়। ভোটের ফল পুর্নবিবেচনার জন্য রাজ্য আইনসভায় বিশেষ অধিবেশন ডাকার কথাও বলেন।

ভাবে ট্রাম্পের প্রস্তাব খারিজ ব্র্যায়ানের

ভাবে ট্রাম্পের প্রস্তাব খারিজ ব্র্যায়ানের

মূলত ইলেক্টোরাল ভোটের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই ট্রাম্প এই নয়া কৌশল নিচ্ছেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। তবে প্রাথমিক ভাবে ট্রাম্পের প্রস্তাব খারিজ করে দেন ব্র্যায়ান। তাঁর এ ধরনের অধিবেশন ডাকার কোনো আইনগত অধিকার নেই বলেও জানিয়ে দেন। সংবাদমাধ্যমে প্রথম একথা জানান গভর্নরের মুখপাত্র কোডি হল।

অ্যারিজোনার গভর্নরকেও চাপ

অ্যারিজোনার গভর্নরকেও চাপ

অন্যদিকে জর্জিয়ার পাশাপাশি অ্যারিজোনার গভর্নর ডাগ ডুসিকে ফোন করেছিলেন ট্রাম্প। রাজ্যের ফলাফল বাতিল করে রাজ্য আইনসভার বিশেষ অধিবেশন ডাক জন্য একই কায়দায় চাপ দিচ্ছেন তিনি। যদিও ট্রাম্পের সাফ যুক্তি এই দুই অঙ্গরাজ্য ভোট গণনায় বড়সড় কারচুপি হয়েছে। ফের গণনা হলেই বাইডেনকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে যেতে পারবেন তিনি। যদিও অ্যারিজোনার গভর্নর স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ভোট বা ভোটগণনায় কারচুপির কোনও যথোপোযুক্ত প্রমাণ তাদের কাছে নেই। তাই ট্রাম্পের কথায় কান দেওয়ার কোনও মানেই হয় না।

২০ জানুয়ারি পাকাপাকি ভাবে আমেরিকার শাসনভার হাতে তুলে নেবেন বাইডেন

২০ জানুয়ারি পাকাপাকি ভাবে আমেরিকার শাসনভার হাতে তুলে নেবেন বাইডেন

এদিকে ৩ রা নভেম্বর ভোটগণনা পর্ব শুরু হওয়ার পর থেকেই আর বিশেষ জনসমক্ষে আসতে দেখা যায়নি ট্রাম্পকে। যদি বাইডেনের জয় সুনিশ্চিত হতেই ভোটগণনায় কারচুপির অভিযোগে শুরু থেকেই সরব ট্রাম্প। টুইটবার্তায় একটানা ক্ষোভ প্রকাশের পাশাপাশি দ্বারস্থ হয়েছেন আদলতেরও। তবে সেখানেও বিশেষ সুবিধা করতে পারেনি তিনি। অন্যদিকে আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাকাপাকি ভাবে ক্ষমতা হস্তান্তরিত করবেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিপিএমের দাপুটে নেতা সুশান্ত ঘোষকে উন্নয়নের রাজনীতিতে ফেরার ডাক দিলীপেরসিপিএমের দাপুটে নেতা সুশান্ত ঘোষকে উন্নয়নের রাজনীতিতে ফেরার ডাক দিলীপের

English summary
outgoing us president donald trump in the debate again georgia arizona governor under pressure to change voting results
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X