বড়সড় বিপর্যয়ের মুখে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, হতে পারেন জেলবন্দি
লন্ডনে অবৈধ সম্পত্তি রাখা সংক্রান্ত মামলায় জেলবন্দি হতে পারেন প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল , তিনি লন্ডনে অবৈধ সম্পত্তি রেখেছেন, এই অভিযোগ তাঁর মেয়ে মরিয়মের বিরুদ্ধেও ছিল। সেমামলাতেই চার্জ গঠন করল পাক দুর্নীতি দমন আদালত।

বৃহস্পতিবারের এই চার্জ গঠনের পর নওয়াজ শরিফ গ্রেফতারো হতে পারে বলে খবর। উল্লেখ্য পানামা পেপার লিক ইস্যুতে ৬৭ বছরের প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই দুর্নীতির তথ্য় উঠে আসে। শরিফকে চলতি বছরের জুলাইতেই নিজের প্রধানমন্ত্রীত্ব ছাড়তে হয় এই দুর্নীতি মামলার জেরে। সেই সময়ে তিনি ২ হাজার পাউন্ড লন্ডনের কোন সংস্থার কাছ থেকে নিয়েছিলেন তা প্রমাণ করতে পারেননি। ফলে তার ওপর অভিযোগ টিকে যায়।
সংসবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে , শরিফ, তাঁর কন্যা মরিয়ম, ও মরিয়ামের স্বামী মহম্মদ সফদর এই ৩ জনের বিরুদ্ধেই আদালত চার্জ গঠন করেছে। এদিনের মামলা চলাকালীন আদলতে হাজির ছিলেন না নওয়াজ শরিফ, স্ত্রী ক্যানসারে আক্রান্ত হওয়ায়, তিনি লন্ডনে স্ত্রীর কাছে ছিলেন বলে পাক আদালতে জানান নওয়াজের স্ত্রী।