For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর নিয়ে তোপ পাকিস্তানকেই! গৃহবন্দির জন্য দায়ী পাকিস্তানই, অভিযোগ জঙ্গি হাফিজ সঈদের

ভারত কিংবা আমেরিকা নয়, কাশ্মীর নিয়ে মুখ বন্ধ করতে পাকিস্তানই তাকে গৃহবন্দি করেছিল। এমনটাই অভিযোগ করলেন জেইউডি প্রধান হাফিজ সঈদ।

  • |
Google Oneindia Bengali News

ভারত কিংবা আমেরিকা নয়, কাশ্মীর নিয়ে মুখ বন্ধ করতে পাকিস্তানই তাকে গৃহবন্দি করেছিল। এমনটাই অভিযোগ করলেন জেইউডি প্রধান হাফিজ সঈদ।

কাশ্মীর নিয়ে তোপ পাকিস্তানকেই! গৃহবন্দির জন্য দায়ী পাকিস্তানই, অভিযোগ জঙ্গি হাফিজ সঈদের

লাহোরে নাজরিয়া পাকিস্তান ট্রাস্টের একসভায় জামাত-উদ-দাওয়া প্রধান সঈদ বলে, মোদী সরকার নয়, তাদের নিজেদের পাকিস্তান সরকারই তাকে ১০ মাস গৃহবন্দি করে রেখেছিল। পাকিস্তান সরকার কাশ্মীর নিয়ে তার মুখ বন্ধ করতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন হাফিজ সঈদ।

এর আগে একাধিকবার বিষয়টি নিয়ে ভারত ও আমেরিকার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সঈদ। বলেছিলেন ভারত ও আমেরিকার চাপেই তাকে গৃহবন্দি করেছিল পাকিস্তান। গত নভেম্বরে গৃহবন্দি থেকে মুক্তি পান সঈদ।

২০০৮-এর মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সঈদ জানিয়েছেন, পাকিস্তান সরকার কাশ্মীরের দায় অস্বীকার করতে পারে না। কাশ্মীরের মানুষদের স্বাধীনতায় পাকিস্তান সরকারের সাহায্য করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

কাশ্মীরের মানুষদের আত্মত্যাগকে ইসলামাবাদ অবজ্ঞা করছে বলেও অভিযোগ করেছেন সঈদ।

পাকিস্তানের সরকারের পাশাপাশি পাকিস্তানের মিডিয়ার বিরুদ্ধেও তোপ দেগেছেন সঈদ। ভারতের ভাষা তারা কথা বলছে বলেও অভিযোগ করেছেন সঈদ। কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলার সময় পাকিস্তানি মিডিয়া তাকে জঙ্গি বলে অভিযুক্ত করছে বলে খেদ প্রকাশ করেছেন হাফিদ সঈদ।

English summary
Only Pakistan is responsible for his house arrest, alleged hafyz Saeed.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X