For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাত্র ৬ শতাংশ করোনা সংক্রমণ চিহ্নিত, কোটি কোটি মানুষের পরীক্ষা অধরা, বলছে রিপোর্ট

মাত্র ৬ শতাংশ করোনা সংক্রমণ চিহ্নিত, কোটি কোটি মানুষের পরীক্ষা অধরা, বলছে রিপোর্ট

Google Oneindia Bengali News

মাত্র ৬ শতাংশের করোনা পরীক্ষার পর মাত্র ৬ শতাংশকে চিহ্নিত করা গিয়েছে। এখনও অসংখ্য মানুষ রয়েছেন যাঁদের পরীক্ষা করা বাকি। তাঁদের কতজন সংক্রামিত হয়েছেন তা এখন জানা যায়নি। এমনই দাবি করেছেন জার্মান সমীক্ষকরা। জার্মানির গটেনজেন বিশ্ববিদ্যালয়ের সমীক্ষকরা জানিয়েছেন, সংক্রমণের যে পরিসংখ্যান এখনও প্রকাশ্যে এসেছে তা নগন্য মাত্র। এখনও কোটি কোটি মানুষ রয়েছেন যাঁদের পরীক্ষা করা হয়নি। তাঁদের কতজনের শরীরে সংক্রমণ হয়েছে তা এখনও প্রকাশ্যে আসেনি।

করোনায় বিধ্বস্ত আমেরিকা

করোনায় বিধ্বস্ত আমেরিকা

করোনা ভাইরাসের সবচেয়ে বেশি প্রভাবিত আমেরিকা। লাফিয়ে বাড়ছে সংক্রমণ। মৃতের সংখ্যা ১১,০০০ অতিক্রম করেছে। সংক্রামিত আরও কয়েক হাজার। ইতালি, ইউরোপের অবস্থাও একই রকম। ইতালিতে মৃতের সংখ্যা ১৭,০০০ অতিক্রম করেছে। আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কাছাকাছি। স্পেনেও চলছে মৃত্যু মিছিল।

উদ্বেগ বাড়াচ্ছে জার্মান গবেষকরা

উদ্বেগ বাড়াচ্ছে জার্মান গবেষকরা

জার্মানিতেও করোনা সংক্রমণ বেড়ে গিয়েছে। সেদেশের গটেনজেন বিশ্ববিদ্যালয়ের সমীক্ষকরা জানিয়েছেন, মাত্র ৬ শতাংশের করোনা সংক্রমণ চিহ্নিত হয়েছে। এখনও কোটি কোটি লোক রয়েছেন যাঁদের করোনা পরীক্ষা করা হয়নি। কোয়ারেন্টাইনে আছেন মানেই যে তাঁেদর করোনা সংক্রমণ হয়নি এমনটা হলফ করে বলা যায় না বলে জানিয়েছেন গবেষকরা। তাঁদের দাবি করোনা সংক্রমণের যে পরিসংখ্যান প্রকাশ্যে আসছে বাস্তবে সংক্রামিত হয়েছেন আরও অনেক বেশি। কারণ এখন কোটি কোটি মানুষের করোনা পরীক্ষা করা হয়নি।

সংক্রমণ ছড়িয়েছে লক্ষাধিক

সংক্রমণ ছড়িয়েছে লক্ষাধিক

বুমার এবং ভলমারের সমীক্ষা বলছে জার্মানিতে ৪৬০,০০০ জন সংক্রামিত হয়েছেন করোনা ভাইরাসে। আমেরিকায় প্রায় ১০০,০০০০ কোটি সংক্রামিত হয়েছেন বলে মনে করা হচ্ছে। স্পেনে সংখ্যাটা ৫০ লাখের কাছাকাছি, ইতালিতে ৩০ লাখ আর ব্রিটেনে প্রায় ২০ লাখ ছড়িয়েছে সংক্রমণ।

সুপার সাইক্লোন আছড়ে পড়ল ২৪০ কিলোমিটার বেগে! করোনা-হানার মধ্যেই লন্ডভন্ড দেশসুপার সাইক্লোন আছড়ে পড়ল ২৪০ কিলোমিটার বেগে! করোনা-হানার মধ্যেই লন্ডভন্ড দেশ

English summary
Only 6 percent coronavirus infection detected millions are unidentifyed says study
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X