For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইরান: রেভ্যুলেশনারি গার্ডের একজন কর্নেল আততায়ীর গুলিতে নিহত

ইরান: রেভ্যুলেশনারি গার্ডের একজন কর্নেল আততায়ীর গুলিতে নিহত

  • By Bbc Bengali

কর্নেল সাইয়াদ খোদাই
EPA
কর্নেল সাইয়াদ খোদাই

ইরানের ক্ষমতাধর রেভ্যুলেশনারি গার্ডের একজন কর্নেলকে আততায়ীদের গুলি করে হত্যার এক বিরল ঘটনা ঘটেছে।

কর্নেল সাইয়াদ খোদাই নামে ঐ কর্নেল কে দুইজন বন্দুকধারী মোটরসাইকেলে এসে তাকে পাঁচবার গুলি করেন।

তিনি সেসময় তার বাড়ির সামনে একটা গাড়ীর মধ্যে ছিলেন।

এখন পর্যন্ত এই ঘটনার কেউ দায় স্বীকার করেনি।

বন্দুকধারীদের ধরতে অভিযান চলমান রয়েছে।

বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক সেবাস্টিয়ান উশার বলেন, ২০২০ সালে একজন শীর্ষস্থানীয় পরমানু বিজ্ঞানীকে হত্যা করার পর ইরানে এই প্রথম বড় কোন নিরাপত্তাভঙ্গের ঘটনা ঘটলো।

আরো পড়ুন:

ঘটনাস্থলের ছবিতে দেখা যাচ্ছে রক্তাক্ত এক ব্যক্তি গাড়ির সিটে বসা অবস্থায় মুখ থুবড়ে পড়ে আছেন।

তার শরীরে তখনো গাড়ীর সিটবেল্ট বাঁধা।

কর্নেল খোদাই ছিলেন এলিট কুদস বাহিনীর একজন জ্যেষ্ঠ সদস্য।

গাড়ীর পাশে তার স্বজনেরা
EPA
গাড়ীর পাশে তার স্বজনেরা

তারা রেভ্যুলেশনারি গার্ডের একটা অঙ্গ প্রতিষ্ঠান যারা বিদেশে তাদের অভিযান পরিচালনা করে।

এই বাহিনী সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করে এবং মধ্যপ্রাচ্যজুড়ে নানা হামলার পেছনে বাহিনীটি দায়ী, এমন অভিযোগ করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়িদ খতিবজাদেহ বলেছেন, কর্নেল ইরানের ঘোরতর শত্রুদের হাতে নিহত হয়েছেন।

তার ভাষায় এরা আন্তর্জাতিক মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ইঙ্গিত করে তিনি এসব বলছেন।

তিনি আরো বলেন, যেসব দেশ "দাবি করে তারা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে তারা দুঃখজনকভাবে নীরব রয়েছে এবং সমর্থন করছে"।

এর আগে এই ধরণের উচ্চ পর্যায়ের কোন হত্যাকাণ্ড হলে ইরানের কর্মকর্তারা ইসরায়েলকে দায়ী করেছে।

এই হত্যার খবর ছড়িয়ে পড়ার পর ইরানের সরকারি গণমাধ্যম বলছে, রেভ্যুলেশনারি গার্ড ইসরায়েলের গুপ্তচরদের একটা নেটওয়ার্কের সদস্যদের গ্রেফতার করেছে।

এই বিষয়ে ইসরায়েলের কাছ থেকে কোন আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

কাসেম সোলেইমানি হত্যার চরম প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি
Getty Images
কাসেম সোলেইমানি হত্যার চরম প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে কর্নেল খোদাই হচ্ছেন কুদস ফোর্সের দ্বিতীয় সর্বোচ্চ উচ্চ পর্যায়ের কর্মকর্তা যাকে হত্যা করা হলো।

দুই হাজার কুড়ি সালে সালে ইরানের সবচেয়ে ক্ষমতাধর মিলিটারি কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ইরাকে এক মার্কিন বিমান হামলায় নিহত হন।

তিনি ইরানের মিলিটারি অপারেশনকে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দিয়েছিলেন একজন কুদস ফোর্সের প্রধান হিসেব।

তার মৃত্যু ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করে।

ঐ বছরেই পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে তেহরানে গুলি করে মারা হয়।

ফাখরিজাদেহ এত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন যে সব সময় কয়েকজন দেহরক্ষী নিয়ে চলতেন।

তিনি ইরানের পরমাণু কর্মসূচীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন যদিও ইরানের সরকার দাবি করে তাদের পরমাণু কর্মসূচী সম্পূর্ণ ভাবে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করার জন্য।

ইরান অভিযোগ করে ইসরায়েল একটা রিমোট কন্ট্রোল অস্ত্র দিয়ে তাকে হত্যা করে।

বিবিসি বাংলায় আরো পড়ুন:

সোভিয়েত রাশিয়া ও ফিনল্যান্ড যেভাবে 'উইন্টার ওয়ার’-এ জড়িয়েছিল

মুঘল সম্রাট আওরঙ্গজেবকে নিয়ে এখনও কেন এতো বিতর্ক

মাংকিপক্স - উদ্বেগের কারণ নাকি অগ্রাহ্য করার মত একটি রোগ?

সাকিবের স্বর্ণ ব্যবসার প্রতিষ্ঠানকে এসইসির চিঠি

পুতিনের যেসব কৌশলে রাশিয়ার মুদ্রা রুবলের নাটকীয় উত্থান

English summary
One Iranian Soinder killed in firing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X