For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর মাত্র দু'দিন, মে মাসের ২৭ এ পৃথিবী পৃষ্টের সবচেয়ে কাছে আসবে বৃহৎ গ্রহাণু

  • |
Google Oneindia Bengali News

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিরাটাকার দৈত্য! আকারে আয়তনে এম্পায়ার স্টেটস বিল্ডিংয়ের চার গুণ। পৃথিবীর কাছে আসলেই বদলে যেতে পারে অনেক হিসেব। নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, গ্রহাণুটি পৃথিবীপৃষ্ঠের সবচেয়ে কাছাকাছি আসতে পারে চলতি মাসের ২৭ তারিখেই।

মে মাসের ২৭ এ পৃথিবী পৃষ্টের সবচেয়ে কাছে আসবে বৃহৎ গ্রহাণু

পৃথিবীর কাছাকাছি অবস্থানে আসলেও যদিও সংঘর্ষ হবে না। ৭৩৩৫ নামক এই গ্রহাণুটি ৪ মিলিয়ন কিলোমিটার দূরত্ব দিয়েই বেরিয়ে যাবে। এই দুরত্ব পৃথিবী এবং চাঁদের মধ্যেকার দুরত্বের দশগুণ। তবু বিপর্যয়ের ভয় থেকেই যাচ্ছে নাসার বিজ্ঞানীদের মনে৷ ১.৪ কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গ্রহাণুটিকে 'সাম্ভাব্য বিপজ্জনক' বলে চিহ্নিত করেছে নাসা৷ বিজ্ঞানীদের আশঙ্কা, শেষ মুহূর্তে যদি গতিপথ পরিবর্তন করে গ্রহাণু, প্রভূত ক্ষয়ক্ষতি হতে পারে পৃথিবীর৷

নাসার তথ্য বলছে, চলতি বছরে এটিই বৃহত্তম গ্রহাণু যা এই বছর পৃথিবীর কাছাকাছি অবস্থানে আসবে। এই মুহূর্তে গ্রহাণুটি ৭৬ হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা (বন্দুকের গুলির চেয়ে ২০ গুন দ্রুত) বেগে ছুটে আসছে। উদ্বেগের মূল কারণ অবশ্যই ৭৩৩৫ নামক গ্রহাণুটির আকার-আয়তন। যে সমস্ত গ্রহাণু বা জ্যোতিষ্কর ওপর নিয়মিত নজর রাখে নাসা। এটি তাদের ৯৯ শতাংশের চেয়ে আকারে বড়। এটি অ্যাপোলো শ্রেণীর একটি গ্রহাণু। এই শ্রেনীর প্রায় ১৫ হাজার গ্রহাণু আছে যারা নিজেদের গতিপথে পৃথিবীকে অতিক্রম করার সময় সুর্য্যকেও প্রদক্ষিণ করে নেয়৷

English summary
on May 27, the largest asteroid will come closest to the Earth's surface
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X