For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিন্তা বাড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট! মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা, হাসপাতালে রেকর্ড বৃদ্ধি

চিন্তা বাড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট! মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা, হাসপাতালে রেকর্ড বৃদ্ধি

  • |
Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে করোনার ত্রাহি ত্রাহি রব। সেই সঙ্গে করোনার নয়া রূপ ওমিক্রনের হানা। ব্যাতিব্যস্ত বিশ্ববাসী। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার হাসপাতালে আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা গত সপ্তাহের তুলনায় অনেকটাই বেড়েছে। তথ্য অনুসারে জানা গিয়েছে, ২০২১ সালের জানুয়ারিতে রেকর্ড হারে বেড়েছিল করোনা আক্রান্তের সংখ্যা। নতুন বছরে গত বছরের রেকর্ডকে হার মানিয়ে দিল। সেই সঙ্গে বেড়েছে করোনার নতুন প্রজাতির সংখ্যা।

বিশেষজ্ঞদের মতে

বিশেষজ্ঞদের মতে

বিশেষজ্ঞদের মতে, গত বছরের ডিসেম্বরের শেষের দিক থেকে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সেই সঙ্গে বেড়েছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও। কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার রূপ ডেল্টাকে ছাপিয়ে গেছে করোনার নয়া রূপ ওমিক্রন। যদিও তাঁদের মতে, ডেল্টার থেকে এই নয়া ভ্যারিয়েন্ট কম মারাত্মক হবে।

স্বাস্থ্য আধিকারিকরা কী বললেন

স্বাস্থ্য আধিকারিকরা কী বললেন

স্বাস্থ্য আধিকারিকরা মতে, ওমিক্রন যেভাবে বাড়ছে, তাতে ক্রমশ বাড়ছে উদ্বেগ। আর নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত প্রভাব হাসপাতালের ওপর চাপ সৃষ্টি হতে পারে। আর এই কারণেই অনেক হাসপাতালকর্মী নিজেরাই আক্রান্ত হচ্ছেন। ঘটনাটি অনেকটাই মেডিকেল থ্রুপুট গ্রিডলকের মতো। পেনসিলভানিয়ার পেন স্টেট হেলথের চিফ ক্লিনিকাল অফিসার ডাঃ পিটার ডিলন এটি জানিয়েছেন। তিনি বলেন , অনেকেই এই কঠিন পরিস্থিতিতে ক্লান্ত হয়ে পড়ছে। তবে একেবারেই হতাশ হবেন না।

 তথ্য অনুসারে কী জানা গেল

তথ্য অনুসারে কী জানা গেল

তথ্য অনুসারে জানা গিয়েছে, গত সপ্তাহের বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র কোভিড আক্রান্তের সংখ্যা ৬৬৬,০০০। বলা বাহুল্য, এই সর্বোচ্চ হার মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ। এর ঠিক ৩ দিন পর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় 1 মিলিয়ন।

USতে কোভিড রোগীর সংখ্যা কত

USতে কোভিড রোগীর সংখ্যা কত

US তে করোনার হাসপাতালে কোভিড আক্রান্ত ভর্তির সংখ্যা ১২৩,০০০-এর কাছাকাছি পৌঁছেছে। রেকর্ড হারে বেড়েছে করোনা সংক্রমণ। এখন সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ১৩২ ,০০০-এর উপরে। যদি মৃত্যুর সংখ্যা দেখা যায়, তাহলে দেখা যাবে, দিনে প্রায় ১,৪০০-এ মোটামুটি স্থির থাকে, যা গত বছরের সর্বোচ্চ হার থেকে বেশ অনেকটাই নিম্ন।

 গভর্নর ক্যাথি হোচুল কী জানালেন

গভর্নর ক্যাথি হোচুল কী জানালেন

হাসপাতালে ভর্তির তথ্য অনুযায়ী জানা গিয়েছে, করোনা কারণে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সংখ্যা থেকে ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি সংখ্যা অনেকটাই কম। নিউইয়র্কে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ৪২% অন্যান্য বিভাগে ছিলেন। গভর্নর ক্যাথি হোচুল জানান, কীভাবে এই ওমিক্রন এত দ্রুত তার প্রভাব বিস্তার করছে তাঁর লক্ষণ এখনও স্পষ্ট নয়।

হোচুল অন্যান্য রাজ্যের কর্মকর্তারা এখন আশাবাদী। কারণ, নিউইয়র্কে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়তে থাকলেও ওমিক্রনের সবচেয়ে খারাপ প্রভাবটি আগামী দিনে আমরা পার হয়ে যেতে পারব।

ডাঃ মেরি ব্যাসেট কী বললেন

ডাঃ মেরি ব্যাসেট কী বললেন

নিউইয়র্কের ভারপ্রাপ্ত হেলথ কমিশনার ডাঃ মেরি ব্যাসেট বলেন, ওমিক্রন খুব তাড়াতাড়ি শীর্ষে পৌঁছাবে। আমি মনে করি যে, আমরা জানুয়ারি মাসটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে পার করব কিন্তু ফেব্রুয়ারির মাসের মধ্যে ভালো ফল পাব।

ক্রমবর্ধমান করোনা আক্রান্ত কেসগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক রাজ্যে হাসপাতালের চাপ বাড়াচ্ছে। একটি স্বাস্থ্যসেবা খাতের উপর চাপের ফলে গত শুক্রবার মার্কিন মাসিক কর্মসংস্থান প্রতিবেদন অনুসারে প্রায় ৩,১০০০ কর্মীকে হারিয়েছেন বলে জানা গিয়েছে।

বিশেষজ্ঞ লিন কোকোজকা মতে,

বিশেষজ্ঞ লিন কোকোজকা মতে,

বিশেষজ্ঞ লিন কোকোজকা বলেন, তিনি প্রতি ওয়ার্ড থেকে একজন করে কোভিড আক্রান্ত রোগী পেয়েছেন। ক্লিভল্যান্ড ক্লিনিকে যান্ত্রিক বায়ুচলাচলের নিবিড় পরিচর্যায় থাকা রোগীদের ৯০ শতাংশই করোনা টিকাবিহীন।

একাডেমিক মেডিক্যাল সেন্টারের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. হাসান খুলি বলেনে, ওমিক্রন আমাদের অনেক ক্ষতি করছে। বিশেষ করে বার্নআউট একটি প্রধান অংশের ক্ষতি।

জো বাইডেন কী বললেন

জো বাইডেন কী বললেন

শিকাগোতে মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম পাবলিক স্কুল সিস্টেম করোনার কারণে বন্ধ করা হয়েছে। টিকা গ্রহণ আরও কড়াকাড়ি হচ্ছে। মার্কিন সুপ্রিম কোর্টের বিচারকরা রাষ্ট্রপতি জো বাইডেন করোনা ভ্যাকসিন নিয়ে নানান প্রশ্ন তুলছে। তবে, করোনা সংক্রমণ বাড়ার সময়ে স্বাস্থ্যসেবা সুবিধার জন্য আদেশের প্রতি আরও গ্রহণযোগ্য বলে মনে হয়েছিল।

ডাক্তারদের বুস্টার শট বাধ্যতামূলক

ডাক্তারদের বুস্টার শট বাধ্যতামূলক

হোচুল বলেন, নিউইয়র্ক যেসমস্ত স্বাস্থ্যসেবা কর্মীরা রয়েছেন তাঁদের বুস্টার শট বাধ্যতামূলক। সেই সঙ্গে নার্সদের সুস্থভাবে রাখতে বুস্টার শটের প্রয়োজন।

প্রতীকী ছবি

English summary
omicron is on the rise in hospitals in the united states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X