For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন করোনা ওয়েভ তৈরি করছে ওমিক্রন, ইংল্যান্ডে সংক্রমন ছাড়াল ১০ হাজার

নতুন করোনা ওয়েভ তৈরি করছে ওমিক্রন, ইংল্যান্ডে সংক্রমন ছাড়াল ১০ হাজার

  • |
Google Oneindia Bengali News

ক্রমেই থাবা বসাচ্ছে কোভিডের নয়া স্ট্রেন ওমিক্রন। নভেম্বরের শেষের দিকে আফ্রিকার দক্ষিণাংশে প্রথম খোঁজ পাওয়া গিয়েছিল ভ্যারিয়েন্টটির। ওমিক্রনের প্রাদুর্ভাবে একাধিক আফ্রিকান দেশে বিমান চলাচলে স্থগিতাদেশ জারি করেছিল ইংল্যান্ড সহ একাধিক ইউরোপিয়ান দেশ। এবার জানা গেল, ইংল্যান্ডেই ওমিক্রন আক্রান্ত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ, মারা গিয়েছেন ৭ জন।

নতুন করোনা ওয়েভ তৈরি করছে ওমিক্রন, ইংল্যান্ডে সংক্রমন ছাড়াল ১০ হাজার

মাঝে সংক্রমণ কমতে শুরু করলেও এখন বহু ইউরোপীয় দেশেই বাড়ছে করোনার প্রভাব। ইংল্যান্ডেই যেমন গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯০হাজার ৪১৮ জন মানুষ। সরকারি তথ্য অনুযায়ী, এখনও অবধি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৯ জন। সবমিলিয়ে দেশটিতে কোভিডাক্রান্তের সংখ্যা ১১,২৭৯,৪২৮জন। গত চব্বিশ ঘণ্টায় কোভিডে মারা গিয়েছেন ১২৫ জন। দেশটিতে কোভিডে মোট মৃতের সংখ্যা ১৪৭,১৭৩ জন। এখনও দেশের হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৬১১ জন।

পুনরায় কোভিডের এই বাড়বাড়ন্তকে লণ্ডনের মেয়র সাদিক খান 'বড় ঘটনা' বলে অভিহিত করেছেন। এমন পরিস্থিতিতে সাধারণত বিভিন্ন সংস্থা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে। তবে স্বয়ং মেয়রের এই ঘোষণা আদতে সাবধানবাণীও বটে। হাসপাতালগুলি তথা আপৎকালীন ব্যবস্থাগুলি যে ভেঙে পড়েছে, তারা যে পরিষেবা দিতে পারছে না। মেয়রের ঘোষণা তারই ইঙ্গিত বহন করছে। সাদিক জানিয়েছেন, গত চব্বিশ ঘণ্টায় শুধুমাত্র লন্ডনেই করোনা আক্রান্ত হয়েছেন ২৪ হাজারের বেশি। অতিমারি আছড়ে পড়ার পর যা কিনা সর্বোচ্চ।

বিশেষজ্ঞদের একটা বড় অংশ আশঙ্কা করছেন, সরকারের বিকল্প পরিকল্পনা সত্ত্বেও বাড়তে পারে সংক্রমণ৷ আপৎকালীন পরিস্থিতি বিশেষজ্ঞরা একটি বৈঠকে বলেন, প্রতিদিন ন্যূনতম ৩০০০ জন ভর্তি হতে পারেন হাসপাতালে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখনও অবধি বিশ্বের ৮৯টি দেশে দেখা গিয়েছে ওমিক্রন৷ কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে গত দেড়-তিন দিনে।

English summary
Omicron infection going far in UK.The number of Omicrom Positive cross 10 thousand in England, fear of another covid wave there.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X