For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিন দিনে ওমিক্রন সংক্রমণ দ্বিগুণ হচ্ছে, শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ,সতর্কতা হু–এর

তিন দিনে ওমিক্রন সংক্রমণ দ্বিগুণ হচ্ছে

Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকার ওমিক্রন ভ্যারিয়েন্ট খুব কম সময়ের মধ্যে বিশ্বের একাধিক দেশে হু হু করে ছড়িয়ে পড়েছে। জনসংখ্যায় উচ্চ স্তরের অনাক্রম্যতা রয়েছে, এমন দেশগুলিতে দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন। শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই ভ্যারিয়েন্ট নিয়ে বলা হয় যে ওমিক্রন দেড়দিন থেকে ৩ দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে এবং এর পাশাপাশি শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ।

গোষ্ঠী সংক্রমণ হচ্ছে

গোষ্ঠী সংক্রমণ হচ্ছে

সদস্য দেশগুলির কাছে হু এক বিবৃতিতে বলেছে, 'ধারাবাহিক প্রমাণ র‌য়েছে যে ডেল্টার চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন। রীতিমতো গোষ্ঠী সংক্রমণের মাধ্যমে ডেল্টার চেয়েও দ্রুত ওমিক্রন দেড়দিন থেকে ৩ দিনের মধ্যে দেশগুলিতে ছড়িয়ে পড়ছে।'‌ হু এও জানিয়েছে যে ডেল্টার থেকেও এই ভাইরাস মারাত্মক আকারে ছড়িয়ে পড়তে পারে। ওমিক্রনের উপসর্গ যদিও সেভাবে তীব্র না হলেও এই ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধ করতে হলে মাস্ক পরা, স্যানিটাইজেশন ও বড় জমায়েত এড়িয়ে চলার ওপর সহ টিককরণের ওপর জোর দেওয়া হয়েছে। শনিবার হু বলেছে, ওমিক্রন এখনও পর্যন্ত ৮৯টি দেশে ছড়িয়ে পড়েছে।

দ্বিগুণ হচ্ছে তিনদিনের মাথায়

দ্বিগুণ হচ্ছে তিনদিনের মাথায়

রোগের তীব্রতা সম্পর্কে এখনও পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। ফলে তীব্রতা বোঝার জন্য আরও তথ্যের প্রয়োজন। এরই মধ্যে সতর্ক করে দিয়ে হু বলেছে, ওমিক্রন সংক্রমণ এত দ্রুত বাড়ছে যে কোথাও কোথাও হাসপাতালের উপর চাপ বাড়তে পারে। ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকার হাসপাতালগুলিতে ক্রমশ চাপ বাড়ছে। প্রসঙ্গত, লন্ডনের ইম্পেরিয়াল কলেজের এক গবেষণায়, যেখানে এ বছরের ২০ মে থেকে ৭ জুনের মধ্যে সোয়াব টেস্ট নিয়ে গবেষণা করা হয়। সেই গবেষণায় জানা গিয়েছে, হিউমোরাল ইমিউনিটি হল অ্যাডাপ্টিভ ইমিউনিটির প্রক্রিয়া যা অস্থি মজ্জাতে বিকশিত অ্যান্টিবডি তৈরির মাধ্যমে প্রকাশ পায়। ব্রিটেনে একাধিক মানুষ ডেল্টা ভ্যারিয়ান্টে আক্রান্ত হওয়ার সময় লক্ষ্য করা গিয়েছে যে প্রত্যেক ১১ দিন অন্তর এই সংক্রমণ দ্বিগুণ হচ্ছে। হু তাদের সাম্প্রতিক তথ্যে বলেছে, '‌উপলব্ধ তথ্য অনুযায়ী, গোষ্ঠী সংক্রমণের মাধ্যমে ওমিক্রন ডেল্টাকেও ছাপিয়ে চলে যেতে পারে।'‌

উদ্বেগ বাড়ছে ব্রিটেন ও ফ্রান্স

উদ্বেগ বাড়ছে ব্রিটেন ও ফ্রান্স

ভারতে, যেখানে ক্রমাগত কোভিড কেসগুলি দশ হাজারের নীচে রয়েছে গত ২০ দিন ধরে, সেখানে স্বাস্থ্য সংস্থা ব্রিটেন ও ফ্রান্সের মতো দেশগুলির ক্ষেত্রে উদ্বেগ প্রকাশ করেছে। কারণ দেশগুলিতে উচ্চ টিকাকরণের হার থাকা সত্ত্বেও ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে। শুক্রবার গোটা বিশ্বজুড়ে ৭১৪৫টি নতুন কোভিড-১৯ কেস সনাক্ত হয়েছে। সক্রিয় করোনা সংখ্যা বর্তমানে ৮৪,৫৬৫-এ দাঁড়িয়ে রয়েছে। হু সরকারিভাবে জানিয়েছে যে এখনও পর্যন্ত এই কেসগুলির মধ্যে ওমিক্রন কেসের পাশাপাশি ডেল্টাও র‌য়েছে।

ঝুঁকিপ্রবণ দেশগুলির ওপর মনোযোগ

ঝুঁকিপ্রবণ দেশগুলির ওপর মনোযোগ

ব্রিটেনের কিছু গবেষণায় উঠে এসেছে যে ডেল্টার চেয়ে ওমিক্রনে পুনরায় সংক্রমণ হওয়ার ঝুঁকি উচ্চ এবং ডেল্টার চেয়ে হাল্কা ওমিক্রন এ সংক্রান্ত কোনও আভাস গবেষণায় পাওয়া যায়নি। তা সত্ত্বেও হু জানিয়েছে যে ওমিক্রন নিয়ে এখনই কিছু নিশ্চিতভাবে বলা যাবে না কারণ সীমিত তথ্য রয়েছে। এমন পরিস্থিতিতে ওমিক্রনের বিস্তার রোধে জনস্বাস্থ্য পরিষেবা এবং সামাজিক ব্যবস্থা দ্রুত বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে হু। হু জানিয়েছে, দেশগুলি স্বাস্থ্য এবং সামাজিক ব্যবস্থা শক্তপোক্ত করলে ওমিক্রনের বিস্তার রোধ করতে পারে। হু বলেছে, '‌সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে, এমন দেশগুলিতে সুরক্ষার দিকে আরও বেশি করে নজর দেওয়া উচিত'‌।

ভারতে ওমিক্রনে আক্রান্ত একশো

ভারতে ওমিক্রনে আক্রান্ত একশো

তবে ভারতে যে ওমিক্রনের প্রভাব ততটা নেই সেটা প্রমাণিত পরিসংখ্যানেই। এখন ভারতে প্রতিদিন গড় কোভিড আক্রান্তের সংখ্যা থাকছে ৭ হাজারের কাছাকাছি। সেই জায়গায় সদ্য একশোর গণ্ডি পার করেছে ওমিক্রন সংক্রমিতের সংখ্যা। তবে আতঙ্কিত না হওয়ার মতো যথেষ্ট কারণ থাকলেও সতর্ক থাকাটাই জরুরি। ‌

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Omicron variant doubles in three days, spreads to 89 countries, warns WHO
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X