For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘ওমিক্রন ডেল্টা ও বিটার থেকে বেশী সংক্রমিত’-সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রক

বাড়ছে ওমিক্রনের সংখ্যা

  • |
Google Oneindia Bengali News

করোনা সংক্রমণ যখন থিতিয়ে পড়েছে মানুষ, একটু হলেও শান্তিতে নিঃশ্বাস নিতে শুরু করেছে। ঠিক তখনই কোভিড-১৯ এর অন্য এক প্রজাতি 'ওমিক্রন’ এসে ক্রমশই উদ্বেগ বাড়িয়ে চলছে। ইতিমধ্যে ভারত-সহ ৩৮ টি দেশে হানা দিয়েছে এই ওমিক্রন। বর্তমানে নানান প্রশ্ন উঠেছে সকলের মনে। অনেকেই মনে করছেন করোনার টিকা নেওয়া থাকলে কি ওমিক্রন ঠেকানো যাবে? আবার অনেকের মতে, করোনার প্রতিষেধক নেওয়া থাকলে কি বুস্টার ডোজ নিতে হবে, তাহলে কি ওমিক্রন থেকে বাঁচা যাবে।

বিশ্বব্যাপী প্রাথমিক ক্লিনিকাল পর্যবেক্ষণগুলি পরামর্শ

বিশ্বব্যাপী প্রাথমিক ক্লিনিকাল পর্যবেক্ষণগুলি পরামর্শ

নতুন প্রজাতির ভাইরাস ওমিক্রন নিয়ে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রক বলেন, বিশ্বব্যাপী প্রাথমিক ক্লিনিকাল পর্যবেক্ষণগুলি পরামর্শ নেওয়া দরকার। পাশাপাশি এও বলেন, এই ভাইরাসের রূপটি আরও সংক্রমণযোগ্য হতে পারে, এই ভাইরাসের ডেল্টা ও বিটা রূপের তুলনায় সংক্রমণের ঝুঁকি অনেকটাই বেশী। যে সব ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়েছেন, তাদের নতুন প্রজাতির ভাইরাস ওমিক্রন ভেরিয়েন্টের সঙ্গে সংক্রামিত হওয়ার সম্ভাবনা অনেকেটাই বেশী।

 সিঙ্গাপুরে ৫৫২ টি করোনার নতুন কেস ধরা পড়েছে

সিঙ্গাপুরে ৫৫২ টি করোনার নতুন কেস ধরা পড়েছে

ক্রমেই বেড়ে চলছে করোনার নতুন প্রজাতি ওমিক্রনের সংখ্যা। ৩৭ বছর বয়সী এক ব্যক্তি চলতি মাসের প্রথম দিকে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পথে করোনার পরীক্ষা করা হলে তিনি পজেটিভ হন। রবিবার সিঙ্গাপুরে ৫৫২ টি করোনার নতুন কেস ধরা পড়েছে পাশপাশি ১৩ জন করোনায় মৃত্যুর খবর পাওয়া গেছে।

ওমিক্রন নিয়ে চিন্তিত বিশেষজ্ঞেরা

ওমিক্রন নিয়ে চিন্তিত বিশেষজ্ঞেরা

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে,বেশ কয়েকদিন ধরে দক্ষিণ আফ্রিকা ও অন্যান্য দেশের রিপোর্টের সমীক্ষা করে দেখা গিয়েছে ক্রমেই বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। ওমিক্রন নিয়ে তোলাপাড় হয়ে উঠছে দেশ। যা নিয়ে বিশেষজ্ঞেরা উদগ্রীব হয়ে উঠছে। তাদের মতে,ডেল্টার থেকে ওমিক্রন বেশী ঝুঁকিপূর্ণ।

বাড়ছে ওমিক্রনের সংখ্যা

বাড়ছে ওমিক্রনের সংখ্যা

স্বাস্থ্য মন্ত্রক এও বলেন, এখনও পর্যন্ত গবেষণাগুলি দেখা যাচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন (PCR) পরীক্ষার পাশাপাশি অ্যান্টিজেন দ্রুত পরীক্ষাগুলি ওমিক্রন কেস-সহ করোনা সংক্রমণ শনাক্ত করতে কার্যকর। ওমিক্রন বৈকল্পিক অধ্যয়ন এবং এটি বোঝার জন্য বিশ্বব্যাপী স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে সমন্বয় অব্যাহত রাখবে, যাতে সর্বোত্তম সম্ভাব্য প্রতিক্রিয়া বিকাশ করা যায়। বাড়ছে ওমিক্রনের সংখ্যা।

যাত্রীদের মধ্যে সবাই করোনা টিকাপ্রাপ্ত

যাত্রীদের মধ্যে সবাই করোনা টিকাপ্রাপ্ত

বৃহস্পতিবার সিঙ্গাপুরে ওমিক্রনের বিষয় নিয়ে স্বাস্থ্য মন্ত্রক কোভিড-১৯ ভেরিয়েন্টের জন্য প্রাথমিকভাবে ইতিবাচক পরীক্ষা করার পরে এমওএইচের রিপোর্ট আসছে। পয়লা ডিসেম্বরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দক্ষিণ আফ্রিকা থেকে আসার পরে যাত্রীদের অন্য জায়গায় রাখা হয়েছে। যাত্রীদের মধ্যে হালকা লক্ষণ দেখা যাচ্ছে। কাশি, গলা খুসখুস, হাত পা ব্যথা মত উপশম দেখা যাচ্ছে। যাত্রীদের মধ্যে সকলেরই করোনার টিকার ডবল ডোজ নেওয়া রয়েছে।

২৯শে নভেম্বর জোহানেসবার্গে করোনার তৃতীয় কেসের পরীক্ষাটির ফল নেতিবাচক এসেছিল যা জানিয়েছিল এমওএইচ। পাশাপাশি জাতীয় জনস্বাস্থ্য পরীক্ষাগার থেকে জানা গিয়েছে করোনার বিষয় নিয়ে ব্যক্তিদের জিনোম সিকোয়েন্সিং পরীক্ষা করা দরকার। গত বছর করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে রবিবার পর্যন্ত, সিঙ্গাপুরে ২,৬৯,২১১ টি করোনার নতুন কেস ও ৭৫৯ টি কোভিডের মৃত্যুর রিপোর্ট পাওয়া গিয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
On Omicron, Singapore's health ministry said early clinical observations around the world needed to be consulted
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X