For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ত্রাসে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য ১৭ বছরের সর্বনিম্নে! অব্যাহত সৌদি আরব, রাশিয়ার 'যুদ্ধ'

করোনা ত্রাসে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য ১৭ বছরের সর্বনিম্নে! অব্যাহত সৌদি আরব, রাশিয়ার 'যুদ্ধ'

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের তেলের বাজারে সোমবার জ্বালানি তেলের মূল্য আরও নামল। এদিন এশিয়ারের বাজারের মূল্য ১৭ বছরের মধ্যে সব থেকে নিচে নেমে যায়। সারা বিশ্বেই করোনা ভাইরাসের আতঙ্ক গ্রাস করেছে। যার জেরেই তেলের মূল্যে এই পরিস্থিতি। আমেরিকার বিজ্ঞানী অ্যান্টনি ফাউসির অনুমান এই ভাইরাসের সংক্রমণে মৃত্যু হতে পারে কমকরে ১ লক্ষ থেকে ২ লক্ষ লোকের।

আমেরিকা ও আন্তর্জাতিক বাজারে পড়েছে তেলের দাম

আমেরিকা ও আন্তর্জাতিক বাজারে পড়েছে তেলের দাম

আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট-এ তেলের দাম ৫.৩ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেল পিছু মূল্য দাঁড়িয়েছে ২০ ডলারে। অন্যদিকে আম্তর্জাতিক ব্রেন্ট ক্রুড-এ তেলেরা লদাব ৬.৫ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেল পিছু দাঁড়িয়েছে ২৩ ডলারে।

মৃতের সংখ্যা বাড়ার পরেই আরও কমল তেলের দাম

মৃতের সংখ্যা বাড়ার পরেই আরও কমল তেলের দাম

গত সপ্তাহের শেষে সারা বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যায়। বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় মৃতের সংখ্যা বেড়েছে। এই খবরে বিশ্বের বাজারে তেলের মূল্য আরও পড়ে যায়। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন দেশে লকডাউন শুরু হয়েছে। বিশ্বব্যাপী বিভিন্ন সরকার বিভিন্নরকমের নিষেধাজ্ঞা জারি করেছে।

চাহিদা কমলেও বেড়েছে সরবরাহ

চাহিদা কমলেও বেড়েছে সরবরাহ

সারা বিশ্বে তেলের চাহিদা কমলেও, সরবরাহ বেড়েছে নাটকীয়ভাবে। কেননা সেখানে তেল উৎপাদনকারী সৌদি আরব ও রাশিয়া তেলের দাম নিয়ে কার্যত যুদ্ধে জড়িয়ে পড়েছে।

আমেরিকায় বেড়েছে লকডাউনের সময়

আমেরিকায় বেড়েছে লকডাউনের সময়

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সেখানকার সোশ্যাল ডিস্ট্যান্সিং-এর গাইডলাইন ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রেসিডেন্টের আশা ১ জুন থেকে দেশের পরিস্থিতির উন্নতি হবে। এর আগে তিনি এই সময়সীমা মধ্য এপ্রিল বলে উল্লেখ করেছিলেন।

English summary
Oil prices has extended looses in Asian trade Monday and languished 17 year low with the coronavirus crisis escalating around the world and no end in sight to a vicious price war
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X