ভারতের মুসলিমদের ওপর নজর রাখছে ওআইসি, সংখ্যালঘুদের সুরক্ষার আর্জি ভারতের কাছে
ইসলামিক কপারেশন সংগঠনের (ওআইসি) পক্ষ থেকে রবিবার জানানো হয়েছে যে নাগরিকত্ব সংশোধনী আইন এবং অযোধ্যা মামলার মুসলিমদের ওপর কি প্রভাব ফেলছে তা তারা খুব কাছ থেেক পর্যবেক্ষন করছে।

ওআইসিতে সদস্য হিসাবে রয়েছে পাকিস্তান সহ ৫৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। সাধারণত এই সংগঠনটি পািস্তানকে সমর্থন করলেও ভারতের সঙ্গে ইসলামাবাদের অশান্তি নিয়েও তারা মাঝে মাঝে বিরোধীতাও করে। ওআইসি তাদের বিবৃতিতে বলেছে যে 'সংগঠনের সাধারণ সচিবালয় ভারতে হওয়া সম্প্রতি দুই সিদ্ধান্তের ফলে তা মুসলিমদের ওপর কি প্রভাব ফেলছে তার ওপর কাছ থেকে নজরদারি করছে।’ বিবৃতিতে এও বলা হয়েছে যে নাগরিকত্বের অধিকার ও বাবরি মসজিদ মামলা নিয়ে সম্প্রতি যে অগ্রগতি হয়েছে তা নিয়ে উদ্বেগে রয়েছে সংগঠন। প্রসঙ্গত, এ মাসেই সংসদে পাশ হয় নাগরিকত্ব সংশোধনী আইন এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর তা আইনে পরিণত হয়। সিএএ অনুযায়ী, পাকিস্তান, বাংলাদেশ ও আউগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রীষ্টারা যাঁরা ৩১ ডিসেম্বর ২০১৪ সালের আগে এ দেশে প্রবেশ করেছেন, তাঁরা ভারতের নাগরিকত্ব পাবেন।
ওআইসি ভারত সরকারের কাছে মুসলিম সংখ্যালঘুদের নিরাপত্তা এবং তাদের ধর্মীয় স্থান সুরক্ষিত রাখার নিশ্চয়তা চেয়ে আর্জি জানিয়েছে। ওআইসি তাদের বিবৃতিতে জানিয়েছে যে, 'কোনও বৈষম্য ছাড়া সংখ্যালঘুদের অধিকার রক্ষা করার জন্য রাষ্ট্রপুঞ্জ ও অন্যান্য আন্তর্জাতিক চুক্তিতে বিভিন্ন নীতি ও দায়বদ্ধতার কথা বলা হয়েছে। যা ভারতকেও মেনে চলতে হবে।’ তবে এই নীতি মানতে যদি ব্যর্থ হয় ভারত তবে গোটা দেশেই শান্তি ভঙ্গ হবে এবং সুরক্ষা ব্যবস্থার পতন হবে।
২০১৯ লোকসভায় ভরাডুবির পর কিভাবে জমি পোক্ত করছে কংগ্রেস! পদ্মশিবিরে ক্রমেই কষছে 'হাত'এর থাবা