For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাকার্তার বদলে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী হবে নুসান্ত্রা

জাকার্তার বদলে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী হবে নুসান্ত্রা

  • By Bbc Bengali

জাকার্তা শহর
Getty Images
জাকার্তা শহর

ইন্দোনেশিয়া ঘোষণা দিয়েছে, জাকার্তার বদলে তারা যে নতুন রাজধানী তৈরি করতে যাচ্ছে, তার নাম হবে 'নুসান্ত্রা'।

জাভানিজ ভাষায় নুসান্ত্রার অর্থ দ্বীপপুঞ্জ।

দেশটির দ্রুত ডুবন্ত শহর জাকার্তা থেকে রাজধানী সরিয়ে নেয়ার একটি প্রস্তাব পার্লামেন্ট অনুমোদনের পর এই ঘোষণা দিয়েছে সরকার।

বোর্নিও দ্বীপ থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার দূরের রাজধানী তৈরি করার প্রথম প্রস্তাব করা হয়েছিল ২০১৯ সালে।

তবে সমালোচকরা বলছে, নতুন এই নাম বিভ্রান্তি তৈরি করতে পারে। সেই সঙ্গে রাজধানী সরিয়ে নেয়ার এই পদক্ষেপে পরিবেশগত বিষয়গুলোকেও উপেক্ষা করা হয়েছে।

ভিড়বহুল জাকার্তা দুষিত হয়ে পড়েছে এবং ভূ-গর্ভস্থ পানির মাত্রাতিরিক্ত উত্তোলনের ফলে আশঙ্কাজনক হারে শহরটি ডেবে যাচ্ছে। জাভা সাগরের এই বৃহত্তম দ্বীপে এক কোটির বেশি মানুষ বসবাস করে।

শহরের বায়ুদূষণ এবং ট্রাফিক জ্যামের কুখ্যাতি রয়েছে। সময়মতো সভা-সমাবেশে অংশ নেয়ার জন্য সরকারের মন্ত্রীদের পুলিশের গাড়ি বহরের পাহারা নিতে হয়।

বোর্নিও প্রদেশের ইস্ট কালিমানতানে নতুন রাজধানী তৈরি হলে জাকার্তা থেকে চাপ কিছুটা কমবে বলে সরকার আশা করছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জঙ্গল এবং ওরাংওটাং প্রাণীর আবাসস্থল ইস্ট কালিমানতানে মাত্র ৩৭ লাখ মানুষ বসবাস করে।

East Kalimantan, Indonesia
Getty Images
East Kalimantan, Indonesia

পার্লামেন্টে দেয়া ভাষণে ইন্দোনেশিয়ার পরিকল্পনা মন্ত্রী সুহার্সো মোনোয়ার্ফা বলেছেন, নতুন রাজধানী জাতির পরিচয়ের নতুন প্রতীক হবে, সেই সঙ্গে এটি হবে অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু।

তবে সমালোচকরা বলছেন, সেখানে নতুন শহর নির্মাণের কর্মকাণ্ডের ফলে পাম চাষিদের বিস্তার ঘটবে। সেই সঙ্গে নানা ধরনের বন্যপ্রাণী ও সবুজ চিরহরিৎ অরণ্য ঝুঁকিতে পড়বে।

বোর্নিও দ্বীপের আদিবাসী বাসিন্দার প্রতিনিধিত্বকারী একটি গোষ্ঠীও তাদের উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সরকারের এই পদক্ষেপে সেখানকার পরিবেশ ও তাদের সংস্কৃতি বিপদে পড়বে।

নতুন রাজধানীর যে নাম ঘোষণা করা হয়েছে, সেটিও সামাজিক মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে।

অনেকে বলছেন, নতুন নাম বিভ্রান্তির জন্ম দিতে পারে। কারণ পুরনো জাভা ভাষায় নুসান্ত্রা মানে পুরো দ্বীপপুঞ্জের বাসিন্দাদের বোঝানো হয়ে থাকে।

তবে পরিকল্পনা মন্ত্রী বলেছেন, নতুন নামটি প্রেসিডেন্ট নিজে পছন্দ করেছেন, যার মাধ্যমে ইন্দোনেশিয়ার ভৌগলিকত্ব বিশ্বের সামনে তুলে ধরছে।

ইন্দোনেশিয়া সরকারের বৃহৎ প্রকল্পের অন্যতম রাজধানী স্থানান্তরের এই পদক্ষেপে খরচ হবে প্রায় ৪৬৬ ট্রিলিয়ন রুপি বা দুই হাজার তিনশো ৮০ কোটি টাকা।

তবে বিশ্বে ইন্দোনেশিয়াই প্রথম দেশ নয়, যারা তাদের রাজধানী স্থানান্তর করেছে। নতুন করে পরিকল্পিত ও নির্মিত শহরে এভাবে রাজধানী স্থানান্তর করেছে ব্রাজিল, পাকিস্তান, নাইজেরিয়া।

বিবিসি বাংলার অন্যান্য খবর:

বাংলাদেশে 'ফগ অ্যালার্ট' জারি, এই সতর্কতার অর্থ কী?

পাঁচ মাসের মধ্যে বাংলাদেশে সর্বোচ্চ কোভিড রোগী শনাক্ত

শিমু হত্যা রহস্য উদঘাটন প্লাস্টিকের সুতোর সূত্র ধরে, বলছে পুলিশ

মদের চাহিদা বাড়ছে, উৎপাদনও বাড়াচ্ছে কেরু অ্যান্ড কোং

English summary
Nusentra will be Indonesia's new capital instade of Jakarta
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X