For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিনগ্রহ থেকে আসছে একের পর এক সংকেত, টেলিস্কোপে কী ধরা পড়েছে জানালেন বিজ্ঞানীরা

ভিনগ্রহের প্রাণী নিয়ে কৌতুহলের শেষ নেই বিজ্ঞানীদের। প্রায়ই এই নিয়ে নানা রকম খবর প্রকাশিত হয়। এক্ষেত্রে নাসার আগ্রহ সবচেয়ে বেশি।

Google Oneindia Bengali News

ভিনগ্রহের প্রাণী নিয়ে কৌতুহলের শেষ নেই বিজ্ঞানী থেকে শুরু করে আমজনতার। প্রায়ই এই নিয়ে নানা রকম খবর প্রকাশিত হয় বিশ্বের সর্বত্র। এক্ষেত্রে নাসার আগ্রহ অবশ্য সবচেয়ে বেশি। এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী নিয়ে একাধিক সময়ে একাধিক রিপোর্ট প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। আবারও এই নিয়ে চাঞ্চল্যকর একটি তথ্য প্রকাশ্যে এনেছেন বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন কয়েক যোজন আলোকবর্ষ দূরে থাকা কোনও ছায়াপথ থেকে ক্রমাগত সঙ্গেত আসছে পৃথিবীতে। মহাকাশ গবেষণার ব্যবহৃত শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রে ধরা পড়েছে সেই সঙ্কেত।

ভিনগ্রহ থেকে আসছে সংকেত, টেলিস্কোপে ধরা পড়েছে জানালেন বিজ্ঞানীরা

কোথা থেকে আসছে এই সঙ্কেত এই নিয়ে প্রবল আগ্রহী বিজ্ঞানীরা। সেই ছায়াপথে কী পৃথিবীর মতোই গ্রহ রয়েছে। সেখানেও কী কোনও প্রাণীর অস্তিত্ব রয়েছে। তাহলে কী ভিনগ্রহীদের অস্তিত্ব রয়েছে। এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। ২০১৭ সাল প্রথম এই ধরনের একাধিক সঙ্কেত ধরা পড়েছিল টেলিস্কোপে।

সেগুলি একাধিক ছিল সেসময়। তবে তার মধ্যে থেকে ২টি সঙ্কেত ক্রমাগত আসছে ২০১৭ সাল থেকে। প্রাথমিক গবেষণায় বিজ্ঞানীরা দাবি করেেছন, এই সঙ্কেত আসছে আমাদের ছায়াপথের পাশের কোনও ছায়া পথ থেকে। যদিও তার দূরত্ব কয়েক যোজন আলোকবর্ষ। আর সেই আলোক সঙ্কেত ঘিরেই ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে নতুন করে আশা দেখতে শুরু করেছেন বিজ্ঞানীরা।

English summary
Numerous repeated signals are being sent through the universe to Earth, scientists say
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X