For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১০৬! বাড়ছে আক্রান্তও, ভারতীয়দের ফিরিয়ে আনতে কথা

এবার নোবেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা চিনের রাজধানী বেজিং-এ। চিনে এখনও পর্যন্ত মৃতের সংখ্যাটা পৌঁছেছে ১০৬-এ। আমেরিকার তরফ থেকে চিনে ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে

  • |
Google Oneindia Bengali News

এবার নোবেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা চিনের রাজধানী বেজিং-এ। চিনে এখনও পর্যন্ত মৃতের সংখ্যাটা পৌঁছেছে ১০৬-এ। আমেরিকার তরফ থেকে চিনে ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে।

মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে

মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে

চিনের হুবেই প্রদেশে মৃতের সংখ্যাটা ১০০ ছাড়িয়েছে বলে জানা গিয়েছে। এই প্রদেশেরই শহর হল হুয়ান। সেখানে এই রোগে সব থেকে বেশি মানুষ আক্রান্ত। ছ কোটি মানুষের বাস এই প্রদেশে। যেখানে কমপক্ষে ২৭১৪ জনের নির্দিষ্টভাবে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

আক্রান্ত ৪১৯৩

অন্যদিকে চিনের সংবাদ সংস্থা পিপলস ডেইলি টুইট করে জানিয়েছে, চিনে ৪১৯৩ জন আক্রাম্ত হয়েছেন নোবেল করোনা ভাইরাসে। মৃত্যুর সংখ্যা ১০৬। আর ৫৮ জনের রোগ মুক্তি ঘটেছে।

জনসংখ্যার নিরিখে কম সংখ্যক আক্রান্ত

জনসংখ্যার নিরিখে কম সংখ্যক আক্রান্ত

বিভিন্ন সংবাদ মাধ্যমে রোগ ছড়ানোর শতাংশের হিসেব করা হচ্ছে। বলা হচ্ছে সোমবার যেখানে মৃতের সংখ্যা ছিল ৮২, সেখানে মঙ্গলবার সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ১০৬। অর্থাৎ বৃদ্ধির পরিমাণ ২৩ শতাংশ। অন্যদিকে এই একই সময়ে আক্রান্তের সংখ্যা ২৮৮৭ থেকে বেড়ে হয়েছে ৪১৯৩। অর্থাৎ বৃদ্ধির সংখ্যা ৩১ শতাংশ। একই সঙ্গে বলা হচ্ছে জনসংখ্যার নিরিখে কম সংখ্যক মানুষই এই রোগে আক্রান্ত হয়েছেন।

ভারতীয়দের ফিরিয়ে আনতে কথা

ভারতীয়দের ফিরিয়ে আনতে কথা

এদিকে ভারত সরকারের তরফ থেকে হুয়ান-এ থাকা ভারতীয় ফেরত আনার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে। বিজেশ মন্ত্রকের তরফে এব্যাপারে চিনের প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। সোমবার ভারত ও চিনের আধিকারিকরা হুয়ান থেকে ২৫০ জন ভারতীয়কে ফিরিয়ে আনার ব্যাপারে কথা বলেন বলে জানা গিয়েছে।

English summary
Number of Coronavirus death increases to 106 in China
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X