For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রভাবশালী স্ট্রেনে পরিণত হয়েছে BA.2, ভয়ঙ্কর তথ্য দিল CDC

  • |
Google Oneindia Bengali News

ভারতে কিন্তু করোনা গ্রাফ অনেকটাই নিম্মমুখী। কিন্তু ক্রমশই চিন্তা বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে হুহু করে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রনের BA.2 প্রজাতিটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে প্রভাবশালী স্ট্রেন হয়ে উঠেছে। সেই সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এটি ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) তথ্য দ্বারা প্রকাশিত।

সিডিসি ডেটা অনুসারে কী জানা গেল

সিডিসি ডেটা অনুসারে কী জানা গেল

জানা গিয়েছে, আসল প্রজাতি ওমিক্রনের চেয়ে এই ভ্যারিয়েন্ট ক্রমাগত তার বংশবিস্তার করে চলেছে। সিডিসি ডেটা অনুসারে জানা গিয়েছে, ২৬ মার্চ পর্যন্ত এই BA.2 প্রজাতিটি নতুন করে ৫৪.৯ শতাংশ বেড়েছে। এক সপ্তাহ আগে ছিল ৩৯ শতাংশ। এর ঠিক দু'সপ্তাহ আগে ২৭.৮ শতাংশ বেশি। গবেষণায় জানা গিয়েছে, BA.2 সাব ভ্যারিয়েন্টটিকে মূল BA.1 ওমিক্রন স্ট্রেনের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি সংক্রমণযোগ্য বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, উত্তর-পূর্বে কিন্তু BA.2-এর প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। নিউ জার্সি বিস্তৃত অঞ্চলে চারটি নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। যার মধ্যে তিনটিই কিন্তু ওমিক্রন আক্রান্তের খবর মিলেছে।

 ফেডারেল স্বাস্থ্য আধিকারিকদের মত কী

ফেডারেল স্বাস্থ্য আধিকারিকদের মত কী

ফেডারেল স্বাস্থ্য আধিকারিকরা বলছেন, যে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ছে এই ভ্যারিয়েন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রে এর প্রভাব সবথেকে বেশি। এটি ওমিক্রন স্ট্রেনের তুলনায় অনেক বেশি গুরুতর। তবে মৃত্যুগ্রাহী নয়।

 বাড়ছে হাসপাতালে চাপ

বাড়ছে হাসপাতালে চাপ

তারা আরও জানান, উত্তর-পূর্বেরে যে ওমিক্রন কেস বৃদ্ধির সংখ্যা আছে ঠিকই। কিন্তু সেই সঙ্গে গুরুতর রোগের বৃদ্ধির ইঙ্গিত পাচ্ছি। এটির জেরে হাসপাতালে চাপ বাড়তে পারে। কারণ এই রোগ যত বাড়বে ততই মানুষ সুস্থ হওয়ার জন্য হাসপাতালে যাবেন।

জন ব্রুকসের মত কী

জন ব্রুকসের মত কী

CDC এর গবেষক ড. জন ব্রুকস বলেন, ওমিক্রনের নতুন কেসের সামগ্রিক গতি এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রতিদিন প্রায় ২৭ হাজার রিপোর্ট করা হয়েছে। ওমিক্রন তরঙ্গের শীর্ষে এখন। ৯০% বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সিডিসির একজন মুখপাত্র বলেন, ইতিবাচক ল্যাব পরীক্ষা, ওমিক্রন পরীক্ষাও বাড়ছে। সেই সঙ্গে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

মেঘালয়ের মাথায় নতুন পালক, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী তালিকায় স্থান লিভিং রুট ব্রিজ–এর মেঘালয়ের মাথায় নতুন পালক, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী তালিকায় স্থান লিভিং রুট ব্রিজ–এর

English summary
Number of corona Patient of BA.2 Omicron variant is increasing in the United States, say CDC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X