For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউক্রেন যুদ্ধের মধ্যেই রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে দোভাল

Nikolai Patrushev -এর সঙ্গে দেখা করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (National Security Advisor) অজিত দোভাল (Ajit Doval)। সম্প্রতি রাশিয়া (Moscow) সফরে উড়ে গিয়েছেন দোভাল। সেখানেই সে দেশের নিরাপত্তা উপদেষ্টা Nikolai Patrushev

  • |
Google Oneindia Bengali News

Nikolai Patrushev -এর সঙ্গে দেখা করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (National Security Advisor) অজিত দোভাল (Ajit Doval)। সম্প্রতি রাশিয়া (Moscow) সফরে উড়ে গিয়েছেন দোভাল। সেখানেই সে দেশের নিরাপত্তা উপদেষ্টা Nikolai Patrushev সঙ্গে বৈঠক সারলেন দোভাল।

রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের মধ্যেই ভারত এবং রাশিয়ার মধ্যে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রায় কয়েক মাস হয়ে গিয়েছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। জানা যাচ্ছে ভারত এবং রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টারা দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

Patrushev -এর সঙ্গে বৈঠক

Patrushev -এর সঙ্গে বৈঠক

দোভালের সঙ্গে রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টা Nikolai Patrushev -এর সঙ্গে বৈঠকের পরে রুশ দূতাবাসের তরফে এক বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, বৈঠকে নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি প্রাসঙ্গিক সমস্যা নিয়েও আলোচনা হয়েছে। শুধু তাই নয়, ভারতে অবস্থিত রাশিয়ার দূতাবাসের তরফে একটি টুইট বার্তায় লেখা হয়েছে, "রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পেত্রুশেভ 17 আগস্ট মস্কোতে ভারতের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে আলোচনা করেছেন।"

একাধিক বিষয়ে আলোচনা

একাধিক বিষয়ে আলোচনা

অন্যদিকে রাশিয়ার উপ প্রধানমন্ত্রীর সঙ্গে দোভালের বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। বিজ্ঞপ্তি মোতাবেক, বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে রাশিয়া এবং ভারতের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও ডোভালের সাথে মান্টুরভের মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং আর্থিক বোঝাপড়া আরও বাড়াতে বিস্তারিত আলোচনা হয়েছে বলেই জানানো হয়েছে। এছাড়াও নিরাপত্তা ইস্যুতেও রাশিয়া এবং ভারতের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানা যাচ্ছে। গোটা বিশ্বে কার্যত কোনঠাসা রাশিয়া। সেখানে দাঁড়িয়ে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।

রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি বেড়েছে

রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি বেড়েছে

উল্লেখযোগ্যভাবে, গত কয়েক মাসে ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বাড়িয়েছে। যা কিছুটা হলেও সস্তা পড়ছে। যদিও ভারতের এই সিদ্ধান্তে কিছুটা হলেও ক্ষুব্ধ একাধিক দেশ। কারণ আমেরিকা রাশিয়ার তেলের উপর ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে। আর এর মধ্যেই রাশিয়া থেকে তেল আমদানি এপ্রিল থেকে ৫০ গুন বেড়ে গিয়েছে। যা কিনা অন্যান্য দেশ থেকে আমদানি করা সমস্ত অপরিশোধিত তেলের ১০ শতাংশ। এই বিষয়ে কথাবার্তা হয়েছে বলে জানা যাচ্ছে।

কাছাকাছি আসছে ভারত-রাশিয়া-

কাছাকাছি আসছে ভারত-রাশিয়া-

গত মাসেই রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ মন্তব্য করেন, রাশিয়া বহুপাক্ষিক ফোরামে তার দেশকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টাকে সমর্থন না করার জন্য ভারতকে সমর্থন করে। এমনকি দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ভারত রাশিয়া এবং ইউক্রেন নিয়ে তেমন কোনও মন্তব্য করেনি। বরং কূটনৈতিক স্তরে আলোচনা করে সমস্যা মেটানোর কথা বলা হয়েছে। সেই বিষয়েও অজিত দোভাল আলোচনা করেছেন বলে মনে করা হচ্ছে।

অনুব্রত মণ্ডলের রাইস মিলে সিবিআইকে ঢুকতে বাধা! উত্তেজনা এলাকায় অনুব্রত মণ্ডলের রাইস মিলে সিবিআইকে ঢুকতে বাধা! উত্তেজনা এলাকায়

English summary
NSA Ajit Doval to meet Russian NSA at Russia amid Ukrain War
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X