For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার আপনার শরীরের ট্যাটুই বলে দেবে আপনি কতটা 'মাতাল'!

একদল বিজ্ঞানী ইতিমধ্যে একধরধরণের ট্যাটুর আবিষ্কার করেছেন। যা মাত্র ৮ মিনিটে ঘামে উপস্থিত অ্যালকোহলের মাত্রা নির্নয় করে তা উপভোক্তার স্মার্টফোনে পাঠিয়ে দেয়।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

লস এঞ্জেলেস, ১৯ অক্টোবর : বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বসে অ্যালকোহলে চুমুক দিতে গিয়ে তখন কি আর খেয়াল থাকে, কতটা শরীরে ঢুকল না ঢুকল! কিন্তু এবার বোঝা যাবে। ['উল্টে দেখুন পাল্টে গেছে' : 'লিও', 'ভার্গো', 'জেমিনি'... সব ওলটপালট! আপনার রাশিই বদলে দিল নাসা?]

একদল বিজ্ঞানী ইতিমধ্যে একধরধরণের ট্যাটুর আবিষ্কার করেছেন। যা ঘামে উপস্থিত অ্যালকোহলের মাত্রা জানিয়ে দেবে। সেই সময় কতটা অ্যালকোহল ব্যক্তি গ্রহণ করেছেন তা আপনার স্মার্টফোনে সরাসরি চলে আসবে। [নারী-পুরুষ একে অপরকে ছাড়াই জন্ম দিতে পারবে সন্তানের!]

এবার আপনার শরীরের ট্যাটুই বলে দেবে আপনি কতটা 'মাতাল'!

মূলত বিপজ্জনক পরিমান অ্যালকোহল পানের ফলে বহু ক্ষেত্রে হিংসা, দুর্ঘটনা এমন শারীরিক ক্ষতি হয়, তা নিয়ন্ত্রণ করতে বা যতদুর সম্ভব এড়াতেই এই নয়া আবিষ্কার বলে দাবি এই ট্যাটুর স্রষ্টাদের। [বাতিল ফোন থেকে মিলবে সোনা!]

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল ইমেজিং অ্যান্ড বায়োইঞ্জিনিয়ারিং (এনআইবিআইবি) এর সেইলা সেলিমোভিক জানিয়েছেন, "এই চমকপ্রদ ট্যাটুটি আর চারটে সাধারণ অস্থায়ী ট্যাটুর মতোই দেখতে। কিন্তু এর মধ্যে এমন বেশকিছু নমনীয় ওয়্যারলেস উপাদান রয়েছে যাতে বায়োসেন্সর আছে।" [এবার শুধু রোদে দিলেই পরিষ্কার হবে নোংরা জামাকাপড়]

সেইলার কথায়, "এতে একটি উপাদান আছে যা রাসায়নিক একটি পদার্থ মুক্ত করে যার ফলে বায়োসেন্সর প্যাচের নিচের অংশ ঘাম উৎপন্ন হয়। অন্য একটি উপাদানের মাধ্যমে ঘামের মধ্যে দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক তরঙ্গের পরিবর্তন অনুভূত হয়। যা ঘামে উপস্থিত অ্যালকোহলের মাত্রা নির্নয় করে তা ব্যবহারকারীর স্মার্টফোনে রিপোর্ট আকারে পাঠিয়ে দেয়।" [(ছবি) মৃত্যুর পর ঠিক কী হয়? আপনি কি জানেন?]

সমীক্ষা বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ২০১৪ সালে অ্যালকোহলের কারণে ৮৮,০০০ মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১০,০০০ জন শুধুমাত্র মদ্যপান করে গাড়ি চালাতে গিয়ে পথদুর্ঘটনায় মারা গেছে। [এবার জলের ফোঁটায় চলবে কম্পিউটার]

গবেষকদের কথায়, নিজের অ্যালকোহল গ্রহণের মাত্রায় নজরদারি করা বা রাশ টানার ক্ষেত্রে এই ট্যাটুর আবিষ্কার যুগান্তকারী হতে পারে। এর আগেও ঘামে অ্যালকোহল মাপার জন্য নানা প্রযুক্তির ব্যবহার করা হয়েছে, কিন্তু তাতে ফল জানতে ২-৩ ঘন্টা লেগে যেত। কিন্তু এই নয়া ট্যাটুতে মাত্র ৮ মিনিটে জানা যাবে আপনি কতটা 'মাতাল'।

English summary
Now, a tattoo to detect alcohol level in real time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X