For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চীনা ভাইরাস ইউহানে ল্যাবেই তৈরি, আমার কথা এখন 'শত্রু'রাও মানছে: ট্রাম্প

  • |
Google Oneindia Bengali News

প্রথম ওয়েভের শুরু থেকেই করোনার জন্য চীন ও উহান ল্যাবকে দুষছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি একাধিকবার সংবাদমাধ্যমে খোলাখুলি জানিয়েছিলেন তাঁর কাছে তথ্য রয়েছে ইউহান ল্যাবেই বানানো হয়েছে এই ভাইরাস৷ সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও কোভিড-১৯ ভাইরাসের জন্য চীনের ইউহান ল্যাবের দিকেই আঙুল তুলেছেন৷

চীনা ভাইরাস ইউহানে ল্যাবেই তৈরি, আমার কথা এখন শত্রুরাও মানছে: ট্রাম্প

এরপরই বৃহস্পতিবার ট্রাম্পের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'এখন সবাই, এমনকী আমার তথাকথিত 'শত্রুরা'ও বলতে বাধ্য হচ্ছেন যে চিনা ভাইরাস ইউহানের ল্যাব থেকেই ছড়িয়েছে। এবিষয়ে আমি একশ শতাংশ সঠিক ছিলাম। ডক্টর ফাউসি এবং চীনের কথপোকথন ফাঁস হবার পর তা আরও পরিষ্কার হয়ে গিয়েছে৷ চীন সারা বিশ্বজুড়ে যে ধ্বংসলীলা চালিয়েছে তার জন্য তাদের উচিৎ সারা বিশ্বকে ১০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়া।'

প্রসঙ্গত সম্প্রতি আমেরিকার অন্যতম প্রধান ভাইরোলজিস্ট ডক্টর ফাউসির ৩০০০ পেজের ইমেল সংবাদমাধ্যমের হাতে এসেছে৷ সংবাদমাধ্যম প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে ফাউসি দাবি করেছেন কোভিড-১৯ কোনভাবেই স্বাভাবিকভাবে জন্ম নেয়নি৷ চীনের ইউহান ল্যাবেই এটি তৈরি করা হয়েছিল৷ এবং যেখান থেকে এটি ছড়িয়ে পড়ে। এমনকি ২০১৯-এ ইউহান ল্যাবে যারা কর্মরত ছিলেন এবং অসুস্থ হয়েছিলেন তাদের সম্পূর্ণ মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করারও দাবি জানিয়েছেন ফাউসি৷ কোভিড-১৯ সংক্রমণের গোড়ায় না পৌঁছতে পারলে এই ভাইরাসের গতিরোধ করা সম্ভব নয় বলেও আক্ষেপ করেছেন তিনি৷

এই তথ্য সামনে আসার পর নড়েচড়ে বসেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটির রাষ্ট্রপতি জো বাইডেন-ও। মার্কিন গোয়েন্দারের তিনি নির্দেশ দিয়েছেন ইউহান ল্যাব এবং করোনা ভাইরাস নিয়ে সম্পূর্ণ রিপোর্ট ৯০ দিনের মধ্যে তাঁর টেবিলে পৌঁছতে হবে৷

English summary
Now everyone, even so-called "enemy", are beginning to say that Trump was right
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X