For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হতে পারেন লিজ ট্রাস! তীরে এসেও তরী ডুবতে পারে ঋষি সুনকের

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হতে পারেন লিজ ট্রাস! তীরে এসেও তরী ডুবতে পারে ঋষি সুনকের

  • |
Google Oneindia Bengali News

তীরে এসে তরী ডুবতে পারে ঋষি সুনকের (Rishi Sunak)। সেপ্টেম্বরের শুরুতে ব্রিটেন্র প্রধানমন্ত্রীর (Prime Minister) পদে দেখা যেতে পারে লিজ ট্রাসকে (Liz Truss)। ব্রিটেনে কনজারভেটিভ পার্টির এই নেত্রীকেই বরিস জনসনের আসনে দেখা যেতে পারে বলেই মনে করছেন সেখানকার রাজনৈতিক বিশ্লেষকরা।

 প্রচারে লিড ট্রাস

প্রচারে লিড ট্রাস

লিজ ট্রাস বর্তমানে সেদেশের বিদেশ সচিব পদে রয়েছেন। তিনি ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকার নিয়ে প্রচার চালিয়েছেন। শিশু অবস্থায় এই লিজ ট্রাসই ১৯৮০-র দশকে মার্গারেট থ্যাচারের কনজারভেটিভ সরকারের
বিরুদ্ধে স্লোগান তুলেছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লিবারেল ডেমোক্র্যাটদের বিরুদ্ধে প্রচারে অংশ নিয়ে টোরিদের প্রিয় পাত্র হয়ে ওঠেন তিনি।

ভোটপ্রচারে বেরিয়ে টিভি বিতর্কে তিনি বলেছেন, বাবা-মা ছিলেন বামপন্থী কর্মী। খুব ছোট থেকেই রাজনৈতিক সচেতন। তিনি সংবাদ মাধ্যমকে এও বলেছেন ব্রেক্সিট নিয়ে ভুল তথ্য পেয়েছিলেন।

 সামনে শুধু ঋষি সুনক

সামনে শুধু ঋষি সুনক

ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচনে এখন লড়াই চূড়ান্ত পর্যায়ে। ব্রিটেনের শীর্ষ পদের দাবি থেকে কিছুটা দূরে। মধ্যে সময় রয়েছে ছয় সপ্তাহের মতো। তার সামনে শুধু প্রাক্তন চ্যান্সেলর অফ দ্যা এক্সচেকার ঋষি সুনক। ব্রিটিশ বুকমেকাররা বলেছেন তিনিই প্রধানমন্ত্রী দাবিদার হিসেবে যোগ্য। তৃণমূল স্তরেই তিনি প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করবেন বলে বুক মেকাররা।

আগামী সপ্তাহে ট্রাস ৪৭-এ পা দেবেন। নিজের মুক্তমনা অবস্থান নিয়ে ডানপন্থীদের কাছে আহ্বান জানিয়েছেন। মুক্ত বাজার, নিম্ন করকে সমর্থন করেছেন এবং রাষ্ট্রের সাধারণ মানুষের জীবনে হস্তক্ষেপের প্রতিবাদ করেছেন।

 অনেকদিন থেকেই মন্ত্রিসভায়

অনেকদিন থেকেই মন্ত্রিসভায়

টোরি এমপিদের মধ্যে প্রথম চার রাউন্ডের ভোটে সুনক এবং বাণিজ্যমন্ত্রী পেনি মর্ডান্টকে পিছনে ফেলেছেন। সেখানে শুধুমাত্র পঞ্চম রাউন্ড ছিল তাঁর কাছে শক্ত। দীর্ঘদিন ধরে তিনি সরকারে রয়েছেন। ২০১২ সাল থেকে তিনি মন্ত্রী। ২০১৪ সাল থেকে তিনি তিনজন প্রধানমন্ত্রীর অধীনবে
মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন। ২০১০ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে তিনি দক্ষিণ-পূর্ব লন্ডনে কাউন্সিলর হিসেবে ৪ বছর দায়িত্ব পালন করেছেন। ২০১২-তে তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মন্ত্রিসভায় শিক্ষাবিভাগের দায়িত্বে ছিলেন। ২০১৪ সালে তিনি পরিবেশ সচিব হিসেবে মন্ত্রিসভায় যোগ দেন।

 লিড ট্রাসের পরিচিতি

লিড ট্রাসের পরিচিতি

লিজ ট্রাসের জন্ম ১৯৭৫ সালে। তাঁর বেড়ে ওঠা স্কটল্যান্ড এবং লিডসে। দর্শন, রাজনীতি এবং অর্থনীতি নিয়ে অক্সফোর্ডে পড়াশোনা করেছেন।
১৯৮০-র দশকে তৎকালীন প্রধানমন্ত্রী মার্দারেট থ্যাচার বিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার পাশাপাশি তিনি পারমানবিক অস্ত্রের বিরুদ্ধে হওয়া প্রতিবাদ সভাতেও যোগ দিয়েছিলেন।

English summary
Not Rishi Sunak, Liz Truss may be the next UK's PM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X