ভারতের উপর কিমের নজর! করোনা ভ্যাকসিনের তথ্য হাতাতে হ্যাকারদের আক্রমণ
করোনা সংক্রমণ ফের বাড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। এরই মাঝে করোনা ভ্যাকসিন নিয়ে চলছে পরীক্ষা নীরিক্ষা। তবে টীকা সংক্রান্ত আশার আলো দেখা গেলেও এখনও কোনও পোক্ত খবর মেলেনি। এহেন পরিস্থিতিতে এবার প্রকোপ বেড়েছে হ্যাকারদের। আর জানা গিয়েছে প্রতিষেধকের তথ্য চুরি করতে সাইবার হানা চালানো হচ্ছে ভারতের উপর।

উত্তর কোরিয়া এবং রাশিয়ার হ্যাকাররা উঠে পড়ে লেগেছে
জানা গিয়েছে গত প্রায় এক বছর ধরে বিভিন্ন সময় উত্তর কোরিয়া এবং রাশিয়ার হ্যাকাররা ভারত সহ বিভিন্ন দেশের থেকে প্রতিষেধক সংক্রান্ত তথ্য চুরি করেছে। মাইক্রোসফ্ট, সাইবারিজ, এসেট এবং আরও অনেক মার্কিন তথ্যপ্রযুক্তি এই তথ্য চুরির চেষ্টার বিষয়ে খোলসা করেছে।

চিহ্নিত হয়েছে একাধিক হ্যাকিং গ্রুপ
মাইক্রোসফ্ট জানিয়েছে, উত্তর কোরিয়ার ল্যাজারাস গ্রুপ ছাড়াও এই তথ্য চুরির পিছনে ছিল কিমের দেশের সেরিয়াম এবং কিমসাকি নামক গ্রুপ। এছাড়া স্টোরোনন্টিয়াম নামে রাশিয়ার একটি তথ্যপ্রযুক্তি সংস্থাও হ্যাকিংয়ের ক্ষেত্রে অভিযুক্ত। এছাড়া, উত্তর কোরিয়ার গুপ্তচর সংস্থার মদতপুষ্ট জিঙ্ক এবং সেরিয়াম নামে হ্যাকিং গ্রুপকেও চিহ্নিত করা হয়েছে।

কোন কোন দেশের উপর হামলা
মূলত, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স এবং কানাডায় হ্যাকাররা 'হামলা' চালাচ্ছে। এই দেশগুলি থেকে করোনা প্রতিষেধক সংক্রান্ত তথ্য এবং ফর্মুলা চুরি করার চেষ্টা চালাচ্ছে হ্যাকাররা। সম্প্রতি ভারতের ডঃ রেড্ডি সংস্থার উপর হামলা চালিয়েছিল হ্যাকার গোষ্ঠী। এছাড়া মার্কিন সংস্থা ফাইজারের সিস্টেমও হ্যাক করার চেষ্টা চালায় এই গোষ্ঠী।

১০০টি টীকা নিয়ে কাজ চলছে বিশ্বে
উল্লেখ্য, এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন গবেষণাগারে ১০০টি টীকা নিয়ে কাজ চলছে। তার মধ্যে বেশ কয়েকটি প্রতিষেধকের হিইউম্যান ট্রায়াল চলছে। তার মধ্যে অন্যতম ভ্যাকসিন ভারতে তৈরি হওয়া কোভ্যাক্সিন। ভারত বায়োটেকের তৈরি এই ভ্যাক্সিন বর্তমানে তৃতীয় পর্যায়ের পরীক্ষণের মধ্যে রয়েছে। এই পর্যায়ে মোট ২৬ হাজার স্বেচ্ছাসেবকের উপর প্রয়োগ করা হবে এই ভ্যাকসিন।

মেরুকরণের সমীকরণ কষছে সবাই, ডিসেম্বরেই ওয়েইসি-শাহ 'ফেস-অফ' দেখতে পারে বাংলা