For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলো পরমাণু অস্ত্র বহনে সক্ষম, হুমকি উত্তর কোরিয়ায়

উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলো পরমাণু অস্ত্র বহনে সক্ষম, হুমকি উত্তর কোরিয়ায়

Google Oneindia Bengali News

গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে দক্ষিণ কোরিয়া, জাপান ও আমেরিকা সামরিক মহড়া শুরু করে। তার সঙ্গে পাল্লা দিয়ে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পিয়ংইয়ং দুই সপ্তাহে মোট আটটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। রবিবার পিয়ংইয়ং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, এই ক্ষেপণাস্ত্রগুলো পরমাণু অস্ত্র বহনে সক্ষম।

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমের বিবৃতি

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমের বিবৃতি

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, যে ক্ষেপণাস্ত্রগুলো সম্প্রতি উৎক্ষেপণ করা হয়েছে, সেগুলো পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম। কোনও যুদ্ধ পরিস্থিতিতে স্বল্প দৈর্ঘ্যের ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যাবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্রগুলো খুব সহজেই দক্ষিণ কোরিয়ার সামরিক ঘাঁটি, বন্দর এবং বিমানবন্দরে সফলভাবে আঘাত করতে পারবে। দক্ষিণ কোরিয়া, জাপান ও আমেরিকার জন্য কিম জং উন সতর্কবার্তা পাঠিয়েছে বলেই মনে করা হচ্ছে।

মার্কিন গোয়েন্দাদের দাবি

মার্কিন গোয়েন্দাদের দাবি

২০১৭ সালে উত্তর কোরিয়া প্রথমবারের জন্য পরমাণু অস্ত্র পরীক্ষা করেছিল। মার্কিন ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা মনে করছেন, খুব শীঘ্রই পিয়ংইয়ং নতুন করে পরমাণু অস্ত্র পরীক্ষা করতে পারে। তার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত মাসে উত্তর কোরিয়া তার পারমাণবিক আইন সংশোধন করেছে। সেখানে উত্তর কোরিয়াকে কিম পারমাণবিক শক্তিধর দেশ বলেও ঘোষণা করেছেন। মার্কিন ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা মনে করছেন, ভিয়েতনামের কিমের সঙ্গে ট্রাম্পের বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকেই উত্তর কোরিয়া নতুন করে পরমাণু গবেষণা শুরু করেছে।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের হার বাড়িয়েছে

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের হার বাড়িয়েছে

চলচি বছর উত্তর কোরিয়া উল্লেখযোগ্যভাবে ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণের হার বাড়িয়ে দিয়েছে। চলতি বছর এখনও পর্যন্ত উত্তর কোরিয়া ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। গত দুই সপ্তাহে মূলত স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। যার মধ্যে বেশিরভাগ উত্তর কোরিয়া ও জাপানের মধ্যবর্তী সমুদ্রে অবতরণ করেছে। গত মঙ্গলবার উত্তর কোরিয়া এমন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, যা জাপানের আকাশ সীমার ওপর দিয়ে গিয়েছে। যার জেরে জাপান সরকার সতর্কতা জারি করেছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, যে হারে উত্তর কোরিয়া সামরিক দিক থেকে শক্তিশালী হচ্ছে, তা বিশ্বের জন্য আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

দক্ষিণ কোরিয়াকে হুমকি

দক্ষিণ কোরিয়াকে হুমকি

২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত আমেরিকার পরমাণু শক্তিচালিত একটি যুদ্ধতরী কোরীয় উপদ্বীপের কাছে অবস্থান করছিল। জাপান, দক্ষিণ কোরিয়া ও আমেরিকা সামরিক মহড়ায় অংশ নেয়। শনিবার পর্যন্ত এই সামরিক মহড়া চলে। এর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমকে নাম না করে জাপান, আমেরিকা ও উত্তর কোরিয়াকে হুমকি দিয়ে বলা পিয়ংইয়ং পরমাণু অস্ত্রের পরিকল্পনা নিচ্ছে। যা নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

 'আমরা ভয় পাই না, আমরা যু্দ্ধ করব’, চার সপ্তাহে বিক্ষোভে কেঁপে উঠছে ইরানের মাটি 'আমরা ভয় পাই না, আমরা যু্দ্ধ করব’, চার সপ্তাহে বিক্ষোভে কেঁপে উঠছে ইরানের মাটি

English summary
North Korea said that the missiles launched are capable of carrying nuclear warheads
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X