For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মানুষের দেহের তাপমাত্রা ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট আর 'স্বাভাবিক'নয়! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

দেহের তাপমাত্রা ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট আর 'স্বাভাবিক'নয়! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

  • |
Google Oneindia Bengali News

শরীরটা একটু 'ম্যাজম্যাজ' কিম্বা অস্বস্তি হতেই অনেকেই হাতের সামনে থাকা থার্মোমিটার নিয়ে একবার দেখে নেন শরীরের তাপমাত্রা। আর তাতে তাপমাত্রা ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইটের আশপাশে দেখতে পেলেই স্বস্তি! কিন্তু গবেষণা বলছে, এতে স্বস্তি পাওয়ার কারণ এখন আর নেই! এখন থেকে আর দেহের স্বাভাবিক তাপমাত্রা ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট হিসাবে পরিগণিত হবে না। ধীরে ধীরে আমরা আরও শীতলতার দিকে যাচ্ছি। তাই দেহের স্বাভাবিক তাপমাত্রাও কমতে শুরু করেছে 'ডিগ্রি'র মানদণ্ডে। এক চাঞ্চল্যকর রিপোর্ট বলছে গত ২০০ বছরে কমে গিয়েছে আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা।

 কমছে দেহের তাপমাত্রা

কমছে দেহের তাপমাত্রা

স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণা বলছে, প্রতি এক দশকে মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কমে যাচ্ছে ০.৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ০.২৯ ডিগ্রি সেলসিয়াসে। যার ফলে গত দুই দশকে প্রায় ১ ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছে মানুষের দেহে।

বর্তমানে কোনও পুরুষ?মহিলার শরীরের তাপমাত্রা কতটা কমেছে?
গবেষণা বলছে, উনবিংশ শতকে জন্মগ্রহণকারী ব্যক্তির থেকে বর্তমান কোনও ব্যক্তির শরীরের তাপমাত্রা ০.৫৯ ডিগ্রি কম। অন্যদিকে, ১৮৯০ সালে জন্মগ্রহণকারী একজন মহিলার দেহের তাপমাত্রার তুলনায় বর্তমান যুগের কোনও মহিলার তাপমাত্রা ০.৩২ ডিগ্রি কমে গিয়েছে।

 কোন কোন কারণে এই তাপমাত্রা কমছে শরীরে?

কোন কোন কারণে এই তাপমাত্রা কমছে শরীরে?

মেডিসিনের অধ্যাপক জুলি পারসোনেটের দাবি একাধিক ফ্য়াক্টর কার্যকরী হয়েছে দেহের এই তাপমাত্রা কমে যাওয়ার নেপথ্যে। তাঁর মতে, ১৯০০০০ জনের কাছ থেকে পাওয়া ৬৭৭০০০ টি তাপমাত্রার রিডিং দেখে তাঁর ধারণা, জীবনযাপনের ধরন এই তাপমাত্রা বদলের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। এছাড়াও মানুষের ক্রামগত ওজন, দৈর্ঘ্য়ের তারতম্য ওর নেপথ্যের ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। পারসোনেট বলছেন, বেশ কয়েকটি রোগ যেমন , টিবি, সিফিলিসের মতো রোগ দেহের তাপমাত্রা কমানোর ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করেছে।

দেহের তাপমাত্রার কমতি ও কয়েকটি তথ্য

দেহের তাপমাত্রার কমতি ও কয়েকটি তথ্য

বিশেষজ্ঞদের মতে, দেহের তাপমাত্রা এই হারে কমতে শুরু করলে ১৪ হাজার বছর পর তা শূন্যে পরিণত হবে। অঙ্কের হিসাবে তাপমাত্রা শূন্য হওয়ার ইঙ্গিত দিতেই মানবসভ্যাতার গতি কোনদিকে যাচ্ছে তা নিয়ে সংশয় উঠতে শুরু করেছে। গবেষণা বলছে, এই মুহূর্তে দেহের স্বাভাবিক তাপমাত্রা ৯৭ ডিগ্রি ফারেনহাইট থেকে শুরু করে ৯৯ ডিগ্রি ফারেনহাইট। আর শিশুদের দেহের স্বাভাবিক তাপমাত্রা ৯৭.৯ ডিগ্রি ফারেনহাইট থেকে ১০০.৪ ডিগ্রির মধ্যে হতে পারে।

English summary
Normal Human Body Temparature 98.6 degree Fernheit is no longer applicable.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X