For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর নিয়ে পাকিস্তান নয়, ভারতের ভাষ্যকেই বিশ্ব মান্যতা দেয়, স্বীকার পাক মন্ত্রীর

কাশ্মীর নিয়ে পাকিস্তান যতবার সারা বিশ্বের সামনে মুখ খুলতে চাইছে, ততবার তাদের চূড়ান্ত হেনস্থা হতে হচ্ছে ঘরে-বাইরে।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর নিয়ে পাকিস্তান যতবার সারা বিশ্বের সামনে মুখ খুলতে চাইছে, ততবার তাদের চূড়ান্ত হেনস্থা হতে হচ্ছে ঘরে-বাইরে। শুধু অন্য রাষ্ট্রের আধিকারিকেরা অথবা ভারত নয়, পাকিস্তানের লোকেদের কাছে বারবার হেনস্থা হতে হচ্ছে ইমরান খানের সরকারকে। এবার পাকিস্তানকে হেয় করলেন ইমরান খান সরকারের এক মন্ত্রী।

পাকিস্তানের কথা কেউ শোনে না

পাকিস্তানের কথা কেউ শোনে না

সেদেশের অভ্যন্তরীণ মন্ত্রী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ইজাজ আহমেদ শাহ আক্ষেপ করে বলেছেন, কাশ্মীর নিয়ে ভারতের কথা সারা বিশ্ব মান্যতা দেয়। তবে পাকিস্তানের কথা কেউ শুনতে চায় না, মানতে চায় না। আমাদের বক্তব্য কারও কাছে বিশ্বাসযোগ্য নয়। পাকিস্তানি এক সংবাদ চ্যানেলে বক্তব্য রাখতে গিয়ে অভ্যন্তরীণ মন্ত্রী ইজাজ আহমেদ শাহ জানিয়েছেন, এজন্য দেশের নেতৃত্বে থাকা সরকারি দলই দায়ী। কারণ তারাই বিশ্বের সামনে পাকিস্তানের মাথা হেঁট করেছেন।

ফাঁস করলেন পাক মন্ত্রী

ফাঁস করলেন পাক মন্ত্রী

অভ্যন্তরীণ মন্ত্রীর কথায়, আমরা যখন আন্তর্জাতিক মঞ্চে বলছি ভারত কাশ্মীরে দমন-পীড়নের নীতি চালাচ্ছে, সেখানকার মানুষদের স্বাধীনতা হরণ করেছে, খাদ্য ও ওষুধের জোগান দিচ্ছে না। এই কথাগুলি শোনার পরও কেউ পাকিস্তানকে বিশ্বাস করে না। সকলে ভারতকে বিশ্বাস করে। ফলে আমাদের সরকারই পাকিস্তানের মুখ পুড়িয়েছে আন্তর্জাতিক মঞ্চে।

পাকিস্তানের মাথা হেঁট

পাকিস্তানের মাথা হেঁট

মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি ইমরান খানকে এই বিষয়ে দায়ী করছেন? এক্ষেত্রে ইজাজ খান ইমরান খানের আগে পাকিস্তানের সরকার চালানো বেনজির ভুট্টো, নওয়াজ শরিফ, পারভেজ মুশারফ সকলকেই দায়ী করেছেন। তার কথায় ক্রমান্বয়ে এই ঘটনা চলতে চলতেই পাকিস্তানের মাথা সারা বিশ্বের সামনে হেঁট হয়ে গিয়েছে।

<strong>[কাশ্মীর নিয়ে 'যৌথ বিবৃতি'! পাকিস্তানের দাবিতে হিসেব মিলাচ্ছে ভারত]</strong>[কাশ্মীর নিয়ে 'যৌথ বিবৃতি'! পাকিস্তানের দাবিতে হিসেব মিলাচ্ছে ভারত]

[চিদাম্বরমের জামিনের আবেদনে সিবিআইয়ের মতামত তলব হাইকোর্টের][চিদাম্বরমের জামিনের আবেদনে সিবিআইয়ের মতামত তলব হাইকোর্টের]

English summary
Nobody believes Pakistans statement on Jammu and Kashmir, says Pak minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X