কর্মীদের বকেয়া পরিশোধ না করার অভিযোগে কাঠগড়ায় নোবেলজয়ী মহম্মদ ইউনুস
বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ড. মহম্মদ ইউনুসের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানা যাচ্ছে। সম্প্রতি কর্মীদের বকেয়া পরিশোধ না করার অভিযোগে ইউনুসকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ টেলিকমের বর্তমান কর্মীরা। এই অভিযোগের সাপেক্ষে তার বিরুদ্ধে ১৭ টি মামলা দায়ের হয় তাঁর কর্মীদের তরফে।

সূত্রের খবর, গত ২রা ফেব্রুয়ারি রবিবার ঢাকার তৃতীয় শ্রম আদালতে ১৭টি মামলা করেন ইউনুসের সংস্থার বর্তমান কর্মীরা। এ নিয়ে গ্রামীণ টেলিকমের কর্মীরাই ড. ইউনুসের বিরুদ্ধে মোট ১০৭টি মামলা দায়ের করলেন বলে জানা যাচ্ছে।
এপ্রসঙ্গে বাদীপক্ষের আইনজীবী জাফরুল হাসান শরিফ বলেন, 'কর্মীদের বকেয়া পরিশোধ না করায় মহম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আদালতে ১৭টি মামলা দায়ের হয়েছে। শুনানির জন্য আগামী ২৩ মার্চ মামলাগুলি আদালতে তোলা হবে।'
বিকাশ ভবন চত্বরে মাদ্রাসার শিক্ষকদের বিক্ষোভের অনুমতির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ সরকার