For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পদার্থবিদ্যায় ২০২১ নোবেল সম্মানে ভূষিত জার্মানি, জাপান ও ইতালির তিন বিজ্ঞানী

পদার্থবিদ্যায় ২০২১ নোবেল সম্মানে ভূষিত জার্মানি, জাপান ও ইতালির তিন বিজ্ঞানী

  • |
Google Oneindia Bengali News

২০২১ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার প্রাপকের নাম ঘোষিত হল। জাপানের সুকুরো মানাবে, ক্লাউস হ্যাসেলমান ও জিওরজিও প্যারিজি এই সম্মানে ভূষিত হয়েছেন। বিশ্ব পরিবেশ সংক্রান্ত গবেষণার জন্য সুকুরো মানাবে, ক্লাউস হ্যাসেলমান সম্নানিত। একই সঙ্গে পরমাণু ও গ্রহ বিষয়ক 'ইন্টার প্লে অফ ডিজঅর্জার ' সংক্রান্ত গবেষণায় অবদানের জন্য প্যারিসি পেলেন এই সম্মান।

পদার্থবিদ্যায় ২০২১ নোবেল সম্মানে ভূষিত জার্মানি, জাপান ও ইতালির তিন বিজ্ঞানী

২০২১ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন জার্মানি , জাপান ও ইতালির তিন বিজ্ঞানী। বিশ্ব পরিবেশ সংক্রান্ত বিশেষ গবেষণায় অবদান রয়েছে ক্লাউস হ্যাসেলম্যান ও সুকুরো মানাবের। এই সম্মানের দ্বিতীয় অংশ গিয়েছে জর্জিও প্যারিসির কাছে। 'অ্যাটোমিক ও প্ল্যানেটারি স্কেলস' এ পদার্থবিজ্ঞানের অবিন্যস্ত ও উথালপাথাল হওয়া বহু ঘটনার বিষয় তাঁর গবেষণা পত্রে রয়েছে। এদিন নোবেল কমিটির সেক্রেটারি থমাস পার্লম্যান এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করেন। উল্লেখ্য, কোভিজ মহামারীর সময়ে নিজের দেশে বসেই এই পুরস্কার গ্রহণ করতে পারবেন বিজ্ঞনীরা। উল্লেখ্য, জাপানের সুকুরো মানাবেই প্রথমবার আবহাওয়া ও জলবায়ুর গতিবিধি খতিয়ে দেখার জন্য একটি বিশেষ পদ্ধতি আবিষ্কার করেন। ভূত্বকের উপর কার্বন ডাই অক্সাইডের ব-দ্ধির জেরে কীভাবে তাপমাত্রা বাড়ছে তার গবেষণা থেকেই মানাবে পেলেন এই পুরস্কার। জার্মানির বিজ্ঞানী ৮৯ বছরের ক্লাউস হ্যাসেলমান। সমুদ্রবিদ্যায় হ্যাসম্যান থিওরি রীতিমতো পরিচিত বিষয়। আর সেই হ্যাসেলমান থিওরির জনক এই জার্মান বিজ্ঞানী আবহাওয়া ও জলবায়ুর মধ্যে সংযোগ স্থাপন হেতু বিভিন্ন বিষয় তুলে ধরেছেন তাঁর গবেষণায় আর সেই জায়গা থেকেই জিতে নিয়েছেন এই পুরস্কার।।

মূলত বিজ্ঞানীদের এই আবিষ্কার বিশ্বে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংক্রান্ত বিষয়ে একটি বড় দিক উন্মোচন কের দিয়েছিল। নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস ও বিলাসী বহু সামগ্রী থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড আসন্ন সময়ে বিশ্বের আবহাওয়ার জন্য কতটা ক্ষতিকর হতে পারে, তা নিয়ে রয়েছে এই বিশেষ গবেষণা। কার্বন ডাই অক্সাইড কীভাবে বিশ্বে তাপমাত্রাকে বাড়িয়ে দিয়ে নানান সমস্যা ও জটিলতার জন্ম দিচ্ছে তা নিয়েই রয়েছে এই তাবড় বিজ্ঞানীদের গবেষণা। জর্জিও প্যারিসির গবেষণার বিষয় মূলত কোয়ান্টাম ক্ষেত্র। তাঁর গবেষণা স্ট্যাটিসটিক্যাল মেকানিক্স নিয়ে। মনে করা হচ্ছে এই বিজ্ঞানীদের আবিষ্কার পদার্থবিদ্যায় আগামী দিনে নয়া দিশা দেখাতে পারবে। আগামী দিনে পদার্থবিদ্যার পাশাপাশি আবহাওয়া ও জলবায়ুর দিক থেকেও এই আবিষ্কারগুলি কার্যকরী ভূমিকা পালন করবে বলে মেন করা হচ্ছে।

English summary
Nobel 2021 , Manabe, Hasselmann and Parisi declared winners in Physics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X