For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেউ খুন হন তো কেউ কারাগারে! টানা পাঁচ বছর কুর্সি ধরে রাখতে পারেননি কোনও পাক প্রধানমন্ত্রীই

কেউ খুন হন তো কেউ কারাগারে! টানা পাঁচ বছর কুর্সি ধরে রাখতে পারেননি কোনও পাক প্রধানমন্ত্রীই

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের ৭৪ বছরের ইতিহাস অনেক রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী। রাজনৈতিক শত্রুতার জেরে সে দেশে খুন হতে হয়েছিল প্রধানমন্ত্রীকে। কখনও আবার সেনা অভ্যুত্থানও দেখেছে ভারতের এই প্রতিবেশী দেশ। আর এই ৭৪ বছরের ইতিহাসে কোনও প্রধানমন্ত্রীই টানা পাঁচ বছর আসনে থাকতে পারেননি। ইমরান খান যে ভাবে বিপুল ভোটে ক্ষমতায় এসেছিলেন তাতে অনুমান করা হয়েছিল, তিনি অন্তত টিকে যাবেন। কিন্তু সেই সম্ভাবনাও ক্রমশ ক্ষীণ হয়ে আসছে।

কেউ খুন হন তো কেউ কারাগারে! টানা পাঁচ বছর কুর্সি ধরে রাখতে পারেননি কোনও পাক প্রধানমন্ত্রীই

অনাস্থা ভোটে হেরে গেলেই মেয়াদ ফুরনোর আগেই বিদায় নিতে হবে প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিক ইমরানকে। আজ পর্যন্ত পাকিস্তানের মোট তিনজন প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটে পরীক্ষা দিতে হয়েছে। তবে বেনজির ভুট্টো ও শওকত আজিজ, দুজনেই সেই ভোটে জিতে গিয়েছিলেন। তবে ইমরান জিতবেন কি না সেটাই এখন দেখার।

৭৪ বছরের ইতিহাসে কোন প্রধানমন্ত্রী কতদিন ছিলেন মসনদে, একনজরে দেখে নেওয়া যাক-

  • ১৯৪৭-১৯৫১ প্রধানমন্ত্রী পদে ছিলেন লিয়াকত আলি খান (খুন হতে হয়েছিল)
  • ১৯৫৩-১৯৫৫ প্রধানমন্ত্রী পদে ছিলেন খোয়াজা নাজিমুদ্দিন (সরকার ভেঙে দিয়েছিলেন গভর্নর জেনারেল)
  • ১৯৫৫-১৯৫৬ প্রধানমন্ত্রী পদে ছিলেন চৌধুরী মহম্মত আলি (পদত্যাগ করেছিলেন)
  • ১৯৫৬-১৯৫৭ প্রধানমন্ত্রী পদে ছিলেন হুসেন শাহিন সুহারওয়ার্দি (পদত্যাগ করেছিলেন)
  • ১৯৫৭-১৯৫৭ এক মাসের জন্য প্রধানমন্ত্রী পদে ছিলেন ইব্রাহিম ইসমাইল চুন্দরিগর (সরিয়ে দেওয়া হয়েছিল)
  • ১৯৫৭-১৯৫৮ প্রধানমন্ত্রী পদে ছিলেন ফিরোজ খান নুন (মার্শাল ল জারি হওয়ায় সরকার পড়ে যায়)
  • ১৯৫৮-১৯৭১ প্রধানমন্ত্রী পদে ছিলেন আয়ুব খান
  • ১৯৭১ সালে ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রী পদে ছিলেন নুরুল আমিন (পদত্যাগ করেছিলেন)
  • ১৯৭১-১৯৭৩ প্রধানমন্ত্রী পদে ছিলেন জুলফিকর আলি ভুট্টো (সেনা অভ্যুত্থানে পড়ে যায় সরকার)
  • ১৯৮৫-১৯৮৮ প্রধানমন্ত্রী পদে ছিলেন মহম্মদ খান জুনেজো (তাঁকে সরিয়ে দিয়েছিলেন জিয়াউল হক)
  • ১৯৮৮ সালের ২৯ মে থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ফাঁকা ছিল প্রধানমন্ত্রীর আসন
  • ১৯৮৮-১৯৯০ প্রধানমন্ত্রী পদে ছিলেন বেনজির ভুট্টো (সরকার ভেঙে দেন প্রেসিডেন্ট গুলাম ইশক খান)

কেউ খুন হন তো কেউ কারাগারে! টানা পাঁচ বছর কুর্সি ধরে রাখতে পারেননি কোনও পাক প্রধানমন্ত্রীই

  • ১৯০-১৯৯৩ প্রধানমন্ত্রী পদে ছিলেন নওয়াজ শরিফ (সরকার ভেঙে দেন প্রেসিডেন্ট গুলাম ইশক খান)
  • ১৯৯৩ তিন মাসের জন্য প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরিফ (পদত্যাগ করেছিলেন)
  • ১৯৯৬ এক মাসের জন্য প্রধানমন্ত্রী ছিলেন বেনজির ভুট্টো (সরকার ফেলে দিয়েছিলেন প্রেসিডেন্ট ফারুক লেঘারি)
  • ১৯৯৭-১৯৯৯ প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরিফ (সরকার ফেলে দিয়েছিলেন সেনাপ্রধান পারভেজ মুশারফ)
  • ১৯৯৯ থেকে ২০০২ পর্যন্ত ফাঁকা ছিল প্রধানমন্ত্রীর আসন
  • ২০০২-২০০৪ দু মাসের জন্য প্রধানমন্ত্রী পদে ছিলেন জাফারুল্লা খান জামালি (পদত্যাগ করেছিলেন)।
  • ২০০৪ তিন মাসের জন্য প্রধানমন্ত্রী পদে ছিলেন চৌধুরী শুজাত হসেন (পদত্যাগ করেছিলেন)।

কেউ খুন হন তো কেউ কারাগারে! টানা পাঁচ বছর কুর্সি ধরে রাখতে পারেননি কোনও পাক প্রধানমন্ত্রীই

  • ২০০৪-২০০৭ প্রধানমন্ত্রী পদে ছিলেন শওকত আজিজ।
  • ২০০৮-২০১২ প্রধানমন্ত্রী পদে ছিলেন ইউসুফ রাজা গিলানি (সুপ্রিম কোর্টের নির্দেশে সরে যেতে হয়)।
  • ২০১২-২০১৩ প্রধানমন্ত্রী পদে ছিলেন রাজা পারভেজ আশরফ।
  • ২০১৩-২০১৭ প্রধানমন্ত্রী পদে ছিলেন নওয়াজ শরিফ (সুপ্রিম কোর্টের নির্দেশে সরে যেতে হয়)।
  • ২০১৭-২০১৮ প্রধানমন্ত্রী পদে ছিলেন শাহিদ খাকান আব্বাসি।
  • ২০১৮-তে ক্ষমতায় আসেন ইমরান খান।

English summary
No trust vote rejected by speaker in National assembly of Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X