For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিলির বাজারে শুল্ক ছাড়াই বিকোবে বাংলাদেশের পণ্য, জানালেন মন্ত্রী

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশ
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি: বিশ্ব বাণিজ্যে বড়সড় পদক্ষেপ ফেলতে চলেছে বাংলাদেশ। ২০১৫ সাল থেকে চিলিতে এ দেশের পণ্য ঢুকতে পারবে শুল্ক ছাড়াই। বুধবার এ কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এদিন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন চিলির রাষ্ট্রদূত ক্রিস্তিয়ান ভেরস। দু'জনে দীর্ঘক্ষণ কথা হয়। পরে তোফায়েল আহমেদ সাংবাদিকদের জানান, বিশ্ব বাণিজ্য সংস্থার বালি সম্মেলনে বলা হয়েছিল, স্বল্পোন্নত দেশগুলোকে শুল্কমুক্ত পণ্য বিক্রির সুবিধা দেওয়া হবে। কিন্তু চিলিতে বাংলাদেশের কোটা ছিল না। এই উদ্দেশ্যে বাংলাদেশ ও চিলি একটি চুক্তি স্বাক্ষর করবে এ বছরই। তার পর সামনের বছর থেকে তা কার্যকর হবে।

তিনি আরও জানান, ২০১২-১৩ অর্থবর্ষে চিলিকে ৩.৩৭ কোটি ডলার মূল্যের পণ্য রফতানি করা হয়েছে। আর আমদানি করা হয়েছে ৬০ লক্ষ ডলার মূল্যের পণ্য। প্রসঙ্গত, বাংলাদেশ চিলিতে রফতানি করে পোশাক, মাছ, চামড়ার তৈরি জিনিসপত্র, চাল, ফল ইত্যাদি। আর চিলি থেকে আমদানি করে বৈদ্যুতিক যন্ত্রপাতি, কফি, জ্বালানি তেল ইত্যাদি।

প্রসঙ্গত, বিশ্বের বাজারে বাংলাদেশ ক্রমশ বড় বাণিজ্যিক শক্তি হিসাবে উঠে আসছে। দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তানের মতো বড় দেশগুলিকেও বাংলাদেশের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে হচ্ছে। এই পরিস্থিতিতে চিলির বাজারে বাংলাদেশের পণ্য শুল্কবিহীন অবস্থায় বিক্রি হলে দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডার আরও ফুলেফেঁপে উঠবে। তাতে দেশের অর্থনীতি আরও চাঙ্গা হবে।

English summary
No tax to be levied on Bangladeshi goods entering Chile
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X