For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাম্পের সীমান্ত নীতি মানবে না মেক্সিকো

অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেয়া হবে, এমন নির্দেশনা জারির একদিনের মধ্যেই মেক্সিকো জানিয়ে দিল, নতুন নিয়ম তারা মেনে নেবে না।

  • By Bbc Bengali

সকল অবৈধ অভিবাসীকে দেশ থেকে বের করে দিতে চায় যুক্তরাষ্ট্র
এএফপি
সকল অবৈধ অভিবাসীকে দেশ থেকে বের করে দিতে চায় যুক্তরাষ্ট্র

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন সীমান্ত নীতি তারা মেনে নেবেন না।

গতকালই ট্রাম্প প্রশাসন দেশটিতে বৈধ কাগজপত্র নেই বা নথিভুক্ত নন এমন অবৈধ অভিবাসীদেরকে ধরতে নতুন করে দিক-নির্দেশনা জারি করেছে।

যাতে দেশটিতে বসবাস করা প্রায় সকল অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দেয়া যাবে।

এরই প্রতিক্রিয়ায় মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিদেগারায় বলেছেন, কোন একটি সরকারের নেয়া একপাক্ষিক একটি সিদ্ধান্ত তারা মেনে নেবেন না।

বলা হয়ে থাকে, যুক্তরাষ্ট্রে আসা অবৈধ অভিবাসীদের বড় অংশই এসেছে মেক্সিকো থেকে।

অবৈধ অভিবাসীদের ধরতে যুক্তরাষ্ট্রে চলছে কড়া তল্লাশি
রয়টার্স
অবৈধ অভিবাসীদের ধরতে যুক্তরাষ্ট্রে চলছে কড়া তল্লাশি

সেখান থেকে আসা অভিবাসীদের স্রোত ঠেকাতে এর আগে মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে, ট্রাম্প প্রশাসন দেশটির একটি আইন বাস্তবায়ন করতে যাচ্ছেন, যেখানে বলা হয়েছে, অনিবন্ধিত যেকোন অবৈধ অভিবাসী, যে দেশ থেকেই তারা আসুক না কেন, তাদের মেক্সিকোতে পাঠিয়ে দেয়া হবে।

এই ঘোষণায়ও ক্ষুব্ধ হয়েছে মেক্সিকো।

অবৈধ অভিবাসী ঠেকাতে জারি করা নতুন দিক-নির্দেশনায় বলা হয়েছে, অপরাধের রেকর্ড আছে, মার্কিন নিরাপত্তার জন্য ঝুঁকি কিংবা সামাজিক সুবিধা ব্যবস্থার অপব্যবহার করেছে এমন সকল অ-নিবন্ধিত অভিবাসীদের দেশটি থেকে বের করে দেয়া হবে।

এছাড়া যারা নিজেদের মিথ্যে পরিচয় দিয়েছে তাদের এবং যাদেরকে জন-নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি মনে করা হবে তাদেরও খুঁজে বের করা হবে।

English summary
The walls along the border to prevent illegal immigrants from Mexico into the US President issued an executive order to give Donald Trump.After the issuance of this order, "regret," said the Mexican president Enrique Peña Nieto "does not believe in the construction of the wall in Mexico."
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X