For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কিরঘিজস্তান সফরে ইমরানের মুখোমুখি হচ্ছেন না মোদী, জল্পনা ওড়াল বিদেশমন্ত্রক

আগামী ১৩ এবং ১৪ জুন কিরঘিজস্থানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সামিটে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Google Oneindia Bengali News

আগামী ১৩ এবং ১৪ জুন কিরঘিজস্থানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সামিটে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোনা যাচ্ছিল এই সামিটে যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানও। তাই সেই সুযোগে মুখোমুখি বৈঠকে বসতে পারেন দুই রাষ্ট্রপ্রধান। সেই জল্পনায় আপাতত জল ঢেলেছে বিদেশমন্ত্রক। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে বিশেকেক-এ আয়োজিত SCO সামিটে ইমরানে সঙ্গে বৈঠকে বসছেন না মোদী।

কিরঘিজস্তান সফরে ইমরানের মুখোমুখি হচ্ছেন না মোদী, জল্পনা ওড়াল বিদেশমন্ত্রক

যদিও মোদী দ্বিতীয়বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে একাধিকবার আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু ইমরানের সেই প্রস্তাব সপাটে খারিজ করে দিয়ে ভারত জানিয়ে দিয়েছিল, সন্ত্রাস বন্ধ না করলে কোনও রকম আলোচনা নয়। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার এদিন জানিয়েছেন ইমরান খান এবং প্রধানমন্ত্রীর বৈঠকে বসা নিয়ে যে জল্পনা চলছে সেটা কোনও ভাবেই সত্যি না। সেরকম কিছু ঘটলে বিদেশমন্ত্রক সবার আগে জানতে পারত।

আগেই অবশ্য জানানো হয়েছিল যদি সত্যিই বিশেকে কোনওভাবে দুই দেশের রাষ্ট্রপ্রধানের সাক্ষাত হয় তাহলে ভারত পাকিস্তানের মধ্যে রেখা টানা থাকবে। সেই রেখা সন্ত্রাসবাদ নিয়েই। কারণ এই একটি বিষয়ে কোনও আপোসের নীতিতে বিশ্বাসী নয় ভারত। সন্ত্রাসে মদত বন্ধ না করা পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনায় বসা হবে না বলে একাধিকবার ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য বালাকোট বিমান হানার পর পাকিস্তান ভারতের জন্য তার আকাশপথ বন্ধ করে রেখেছিল। ঈদের দিন সেই আকাশপথ ভারতকে খুলে দেয় পাকিস্তান। সেই একই দিনে সামরিক খাতে বাজেট কমিছেছে পাকিস্তান। হাফিজ সৈইদকে জনসমক্ষে নমাজ পড়ার অনুমতি দেওয়া হয়নি। কিন্তু তাতে কী চিঁড়ে ভিজবে?‌ ভারত এখনও নিজের অবস্থানে অনড়।

English summary
No Meeting Between PM Modi-‌Imran Khan At SCO Summit In Bishkek
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X