For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

থাকবেন না বিদেশী রাষ্ট্রপ্রধান বা সেলিব্রিটিরা, ইমরানের শপথে থাকছেন এই 'বন্ধুরা'

ইমরান খানের শপথ গ্রহণে থাকবেন না কোনও বিদেশী রাষ্ট্রপ্রধান বা সেলিব্রিটি। পিটিআই চায় শপথ গ্রহণ অনুষ্ঠানটি হোক অত্যন্ত সাধারণ। তবে 'বন্ধু' হিসেবে থাকবেন, সুনীল গাভাস্কার, কপিল দেব, নভজোত সিং সিধুরা।

Google Oneindia Bengali News

মন বদলালেন ইমরান খান। ব্য়য় সংকোচের জন্য পাকিস্তানি তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ও পরবর্তী পাক প্রধানমন্ত্রী ইমরান খান সিদ্ধান্ত নিয়েছেন তিনি বিদেশী রাষ্ট্রপ্রধান বা কোনও সেলিব্রিটিকে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন না। পিটিআইয়ের মুখপাত্র ফাওয়াদ চৌধুরি জানিয়েছেন শপথ গ্রহণ অনুষ্ঠান হবে জাঁকজমকহীন।

ইমরানের শপথে থাকবেন না বিদেশী রাষ্ট্রপ্রধাণ বা সেলিব্রিটিরা

তিনি জানান, 'আমরা কোনও বিদেশী কেউকেটা ব্যক্তিকে আমন্ত্রণ জানাচ্ছি না। আইওয়ান-ই-সাদর বা রাষ্ট্রপতির বাসভবনে একেবারেই জাতীয় অনুষ্ঠান হিসেবে হবে শপথ গ্রহণ।' তবে ইমরানের বন্ধু হিসেবে কয়েকজন বিদেশী অতিথি থাকবেন বলে জানা গিয়েছে। বুধবারই ফাওয়াদ জানিয়েছিলেন এই 'বন্ধু'-দের মধ্যে থাকবেন, সুনীল গাভাস্কার, কপিল দেব, নভজোত সিং সিধু, ও আমির খান।

অনেক রাজনৈতিক বিশেষজ্ঞই মনে করেন ইমরানের এই পদক্ষেপ একেবারে সঠিক। কারণ নির্বাচনের আগে পাক রাজনীতিকদের ভিআইপি মনোবৃত্তিরই সমালোচনা করেছিবলেন ইমরান। তাঁর বক্তব্য ছিল দেশের এক তৃতীয়াংশ মানুষ যখন দারিদ্র সীমার নিচে রয়েছে, তখন পাক রাজনীতিকদের এই আচরণ বেমানান। তাই নিজের শপথ গ্রহণে জাঁকজমকের প্রদর্শন করলে বিরোধীদের হাতে সেই অস্ত্রই উঠে যেত।

English summary
No foreign heads of states and celebrities will be invited in Imran Khan's oath-taking ceremony. PTI wants the ceremony to be simple in nature. But as a 'friend', Sunil Gavaskar, Kapil Dev, Navjot Singh Sidhu, and Aamir Khan will be present.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X