For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌দুই শতাব্দীতে এই প্রথম বড়দিনের প্রার্থনা শোনা যাবে না প্যারিসের নোত্র দামে

‌দুই শতাব্দীতে এই প্রথম বড়দিনের প্রার্থনা শোনা যাবে না প্যারিসের নোত্র দামে

Google Oneindia Bengali News

এ বছর বড়দিনে সেজে উঠবে না প্যারিসের নোত্র দাম ক্যাথেড্রাল গির্জাটি। শোনা যাবে না প্রার্থনা। কারণ এ বছরই এই গির্জাটিতে ভয়াবহ আগুন ধরে যায়, পুড়ে যায় ঐতিহাসিক গির্জার অধিকাংশ কাঠামো। গত ২০০ বছরে এই প্রথমবার বড়দিন উদযাপন হবে না নোত্র দামে।

‌দুই শতাব্দীতে এই প্রথম বড়দিনের প্রার্থনা শোনা যাবে না প্যারিসের নোত্র দামে

শোনা যায় দুই বিশ্বযুদ্ধের দামামাতেও থেমে থাকেনি নোত্র দামের বড়দিনের উৎসব। কিন্তু এ বছরের এপ্রিল মাসে আগুনে ঝলসে যায় পুরনো এই গির্জাটি। গির্জার মুখপাত্র অ্যান্ড্রে ফিনট শনিবার জানিয়েছেন, ১৮০৩ সাল থেকে শুরু করে ৮৫০ বছরের পুরনো এই গথিক গির্জায় বড়দিনের উৎসব হয়ে এসেছে, কোনওদিনই তা থেমে থাকেনি। ২০০ বছরেরও বেশি সময় ধরে এই গির্জাটি ক্রিস্টমাসের সময় খোলা থাকত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাজির শাসনকালেও তা বন্ধ হয়নি। ।

গত ১৫ এপ্রিল গির্জায় আগুন লাগার কারণ হিসাবে ফরাসি আইনজীবী জুন মাসে জানিয়েছিলেন যে জ্বলন্ত সিগারেট বা বৈদ্যুতিন ত্রুটির জন্য গির্জায় আগুন ধরে যেতে পারে। সরকারিভাবে আরও জানানো হয়েছে যে কোনও গাফিলতি এ বিষয়ে রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। গির্জার রেকটর প্যাট্রিক শোভে জানিয়েছেন, নোত্র দামের আত্মাকে বাঁচিয়ে রাখতে ক্রিসমাস উপলক্ষে প্রার্থনার আয়োজন করেছেন তাঁরা। এ বারের জমায়েত হবে নোত্র দামের এক মাইলের মধ্যে অন্য একটি গথিক গির্জায়। প্যাট্রিক এও জানিয়েছেন, সেখানে নোত্র দামের আদলেই উপাসনার জন্য কাঠের প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। তিনি বলেন, 'নোত্র দামের বাইরে এ বার আমাদের প্রার্থনা করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তাই কোনও একটি চিহ্ন দিয়ে নোত্র দামকে আমাদের সঙ্গে জুড়ে রাখার চেষ্টা করছি। ফরাসি বিপ্লবের পরে এই প্রথম বড়দিনের রাতে কোনও প্রার্থনা হবে না গির্জাটিতে।’‌ প্রেসিডেন্ট এমানুল ম্যাকরন জানিয়েছেন যে পাঁচ বছরের মধ্যে ১৩ শতাব্দীর এই গির্জা ফের তৈরি করা হবে।

আদিবাসী মুখ্যমন্ত্রী না হওয়ায় ঝাড়খণ্ডে মাশুল গুনতে হল বিজেপিকে? আদিবাসী মুখ্যমন্ত্রী না হওয়ায় ঝাড়খণ্ডে মাশুল গুনতে হল বিজেপিকে?

English summary
In April, the cathedral, a UNESCO World Heritage site, was ravaged by the fire, causing massive damage to the structure, including parts of the roof and vault
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X