For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দরজা খোলা পেলেও এই তন্বীর বাড়িমুখো হয় না কোনও চোর-জোচ্চোর, জানেন কেন

বাড়িতে অনেকেরই পোষ্য থাকে। কুকুর, বিড়াল তো বটেই অনেকে আরও ভয়ঙ্কর জন্তুকে পোষ মানিয়ে বাড়িতে রাখেন। তবে লন্ডনের এক ২১ বছর বয়সী তরুণী শখই আলাদা। তিনি বাড়িতে পোষেন বিশাল সাপ।

  • |
Google Oneindia Bengali News

বাড়িতে অনেকেরই পোষ্য থাকে। কুকুর, বিড়াল তো বটেই অনেকে আরও ভয়ঙ্কর জন্তুকে পোষ মানিয়ে বাড়িতে রাখেন। তবে লন্ডনের এক ২১ বছর বয়সী তরুণী শখই আলাদা। তিনি বাড়িতে পোষেন বিশাল সাপ। পেশায় পশু হাসপাতালের নার্স জি। লন্ডনে তাঁর নিজের ফ্ল্যাটটিকে বানিয়ে ফেলেছেন সরীসৃপদের সংগ্রহশালা।

দরজা খোলা পেলেও এই তন্বীর বাড়িমুখো হয় না কোনও চোর-জোচ্চোর

পোষ্যদের মধ্যে রয়েছে ১৬ ফুটের বার্মিজ পাইথন। নিজের আনন্দে সারা ফ্ল্যাটে সে খেলে বেড়ায়। জি-এর যখন মনে হয়, তিনিও সময় কাটান পাইথনের সঙ্গে।

তিনি জানিয়েছেন, ছোট থেকেই সাপ নিয়ে খেলতে তার ভালো লাগে। ছয় বছর বয়স থেকেই সাপ নিয়ে খেলতে শুরু করে জি। ১৪ বছর বয়সে শিখে যায় সাপকে বশ করার নানা কলাকৌশল। এই মুহূর্তে লন্ডনের ফ্ল্যাটে ১৬টি সাপ রয়েছে। যারা জি-এর সঙ্গেই থাকে।

এই ঘটনার জেরে জি-এর প্রতিবেশীরা কি বলেছেন সেই খবর মেলেনি, তবে তাঁর বাড়ির দূর দিয়ে থেকে চোর-জালিয়াতরা ঘেঁষে না তা নিশ্চিত বলা যায়। তা সে জি-এর ফ্ল্যাটের দরজা সবসময় উন্মুক্ত থাকলেও না। পাছে পাইথনের শিকার হতে হয়!

English summary
No burglar will ever dare to enter this 21-year-old woman’s London house
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X