For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হল না জামিন! প্রত্যর্পণ হলেই আত্মহত্যা, লন্ডনের আদালতে হুঁশিয়ারি নীরব মোদীর

অভূতপূর্ব জামিন প্যাকেজ সত্ত্বেও, লন্ডনের আদালত বুধবার নীরব মোদীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। বেল প্যাকেজের মধ্যে রয়েছে সিকিউরিটি হিসেবে চার মিলিয়ন পাউন্ড এবং তাকে গৃহবন্দি রাখার শর্ত।

  • |
Google Oneindia Bengali News

অভূতপূর্ব জামিন প্যাকেজ সত্ত্বেও, লন্ডনের আদালত বুধবার নীরব মোদীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। বেল প্যাকেজের মধ্যে রয়েছে সিকিউরিটি হিসেবে চার মিলিয়ন পাউন্ড এবং তাকে গৃহবন্দি রাখার শর্ত। যদিও নীরব মোদীর মূল লড়াই হচ্ছে ভারত সরকারের প্রত্যর্পণের আবেদনের সঙ্গে।

হল না জামিন! প্রত্যর্পণ হলেই আত্মহত্যা, লন্ডনের আদালতে হুঁশিয়ারি নীরব মোদীর

পঞ্চাব ন্যাশনাল ব্যাঙ্কের হাজার হাজার কোটি টাকা প্রতারণার দায়ে নীরব মোদীকে হাজির করানো হয়েছিল ওয়েস্ট মিনিস্টার্স কোর্টের চিফ ম্যাজিস্ট্রেট এম্মা আরবাথনটের এসলাসে। এটা ছিল তার চতুর্থ জামিনের আবেদন।

জামিনের আবেদন খারিজ হওয়ার পর নীরব মোদীকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ পশ্চিম লন্ডনের ওয়ার্ডস ওয়ার্থ প্রিজনে। ৪ ডিসেম্বর একই আদালতে তাকে হাজির করানো হবে ভিডিও লিঙ্কের মাধ্যমে।

বিচারক আরবাথনট বলেছেন, ভবিষ্যতে কী ঘটতে চলেছে, অতীতে তার পূর্বাভাস দেওয়া যেতে পারে মাত্র। বিচারক এর আগে গতমাসে আদালতের কাজকর্ম ভারতীয় মিডিয়ায় ফাঁস হয়ে যাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তবে সেই বিষয়টি ছিল নীরব মোদীর শেষ জামিনের আবেদন সংক্রান্ত। যেখানে গোপন মেডিকেল রিপোর্ট থেকে তুলে প্রতিবেদন পেশ করা হয়েছিল। ভারতের তরফে আইনজীবী জেমস লুইস তথ্য ফাঁসে তাদের যুক্ত থাকার কথা অস্বীকার করেন।

এদিন আইনজীবী উল্লেখ করেন যে, নীরব মোদী ইতিমধ্যেই বলেছেন, তাকে যদি প্রত্যর্পণ করা হয়, তাহলে তিনি আত্মহ্ত্যা করবেন। আইনজীবী আরও বলেন., এর থেকেই পরিষ্কার তিনি কিছু লুকোতে চাইছেন।

 </a><a class=পাকিস্তান, চিনের পর এবার ভারতের নতুন মানচিত্র নিয়ে আপত্তি 'বন্ধুরাষ্ট্র' নেপালের" title=" পাকিস্তান, চিনের পর এবার ভারতের নতুন মানচিত্র নিয়ে আপত্তি 'বন্ধুরাষ্ট্র' নেপালের" /> পাকিস্তান, চিনের পর এবার ভারতের নতুন মানচিত্র নিয়ে আপত্তি 'বন্ধুরাষ্ট্র' নেপালের

English summary
Nirav Modi has given warnings to UK Court that he will kill himselt if ectradition is ordered. UK court on wednesday had rejected bail plea of the fugitive diamond merchant.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X