For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাইজেরিয়া: আইনসভার ছাদ থেকে নিচে পড়ল সাপ! সদস্যরা প্রাণভয়ে দিলেন দৌড়, আর ফিরতে নারাজ

আইনসভায় সভ্যদের অসভ্য আচরণের গল্প আমরা অনেক দেখেছি এবং শুনেছি। চেয়ার-টেবিল ছোড়াছুড়ি, ঘুঁষি মেরে নাক-মুখ ফাটিয়ে দেওয়ার কাহিনীও আকছার ঘটছে আমাদের চারিপাশে।

  • |
Google Oneindia Bengali News

আইনসভায় সভ্যদের অসভ্য আচরণের গল্প আমরা অনেক দেখেছি এবং শুনেছি। চেয়ার-টেবিল ছোড়াছুড়ি, ঘুঁষি মেরে নাক-মুখ ফাটিয়ে দেওয়ার কাহিনীও আকছার ঘটছে আমাদের চারিপাশে। কিন্তু এবারে আফ্রিকার দেশ নাইজেরিয়ার অঙ্গরাজ্য অন্ডর আইনসভায় যা হল তা নজিরবিহীন। অন্ডর পার্লামেন্ট ভবনে সম্প্রতি সভা চলাকালীন ছাদ থেকে খসে পড়ে একটি আস্ত সাপ এবং তাই দেখে ভবনের চৌহদ্দি পেরিয়ে পগার পার সব আইনপ্রণেতারা।

নাইজেরিয়া: আইনসভার ছাদ থেকে নিচে পড়ল সাপ! সদস্যরা প্রাণভয়ে দিলেন দৌড়, আর ফিরতে নারাজ

আইনপ্রণেতাদের মুখপাত্র ওলুবেঙ্গে ওমলে এই ঘটনার কথা জানান। তিনি এর জন্যে ভবনের রক্ষণাবেক্ষণের অভাবকেই দায়ী করেন। এবং তার কারণ হিসেবে দর্শান অর্থাভাবকেই।

"ওই কক্ষটি মোটেই নিরাপদ নয় এবং সেই জন্যে অনির্দিষ্টকালের জন্যে মুলতুবি করা হয়েছে আইনসভার কারবার," ওমলে জানান এএফপিকে। তিনি এও বলেন যে যদ্দিন না ভবনটিতে ঠিকঠাক পরিচর্যা হচ্ছে, তাঁরা সেখানে ফিরবেন না।

সাপটি কারও ক্ষতি না করলেও সেটিকে পরে মারা হয়। যদিও সাপটি কী প্রজাতির ছিল তা জানা যায়নি।

নাইজেরিয়ার সর্পদংশনে মৃত্যুর ঘটনা যথেষ্ট বেশি এবং দশ শতাংশরও কম মানুষ ঠিকঠাক চিকিৎসা পরিষেবা পান সাপের কামড় খাওয়ার পরে।

অন্য আরেকটি প্রতিবেদন জানিয়েছে যে অন্ড-র আইনপ্রণেতারা ইচ্ছে করে সাপের গল্পটি ফেঁদেছিলেন যাতে কাজের থেকে অনির্দিষ্টকালের জন্যে অবসর নিতে পারেন

English summary
Nigeria: Snake falls from roof of Ondo state assembly house; lawmakers run for life
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X