ফের ফ্রান্সে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ৮৪, আহত ১২০, তিন মাসের জরুরি অবস্থা জারি
নিস, ১৫ জুলাই : প্যারিসের পর ফের একবার জঙ্গি হামলায় রক্তাক্ত হল ফ্রান্স। এবার জঙ্গিদের লক্ষ্য ছিল নিস শহর। এখানে হামলা চালিয়ে মেরে ফেলা হল অন্তত ৮৪ জনকে। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২০ জন। [বিশ্বজুড়ে কীভাবে হত্যালীলার ধরন বদলেছে আইএসআইএস জেনে নিন]
জানা গিয়েছে, জাতীয় দিবস উপলক্ষে ফ্রান্সের নিসে হাজির হয়েছিলেন বহু মানুষ। সেখানে অনুষ্ঠান চলাকালীন একটি বিস্ফোরক বোঝাই ট্রাক নিয়ে ঢুকে পড়ে এক আততায়াী। ট্রাকের চাকায় পিষে মেরে ফেলে অন্তত ৮৪ জনকে। ঘটনায় আহত ১২০ জন। এদের মধ্যেও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। চালককে চিহ্নিত করেছে পুলিশ। তার নাম মহম্মদ লাহৌয়ায়েজ বোহলেল। [ফ্রান্সে গত ৫ বছরে ১৫ বার জঙ্গি হামলার ঘটনাপঞ্জী জেনে নিন একনজরে]

মৃতদের মধ্যে অনেক শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। অনুষ্ঠান চলাকালীন ট্রাকটি ঢুকে পড়ে। পুলিশ সেটিকে থামানোর চেষ্টা করলেও এতজন মানুষ প্রাণ হারিয়েছেন। তবে শেষপর্যন্ত আততায়ী ট্রাক চালককে গুলি করে মেরে ফেলতে সক্ষম হয়েছে পুলিশ। নিহত ট্রাকচালকের বয়স ৩১ বছর। সে ফরাসি-তিউনিশিয় নাগরিক বলে জানিয়েছে পুলিশ। [প্যারিসে জঙ্গি হামলা সম্পর্কে যে তথ্যগুলি জানা প্রয়োজন]
এই হামলার পিছনে আরও কেউ থাকতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। তিন মাসের জন্য ফ্রান্সে ফের জরুরি অবস্থা জারি করেছে সেদেশের সরকার। এছাড়া তিনদিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। [জঙ্গি হানায় ফের রক্তাক্ত প্যারিস, মৃত ১২৯, জারি জরুরি অবস্থা]
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে প্যারিসে হামলা চালিয়েছিল আইএস জঙ্গিরা। সেই হত্যালীলায় অন্তত ১২৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়। এরপর এদিন ফের নিসের মতো উপকূলবর্তী শহরে ট্রাক হামলা চালাল জঙ্গিরা।