For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ঠেকাতে নতুন পন্থা! আস্ত একখান ‘কোভিড-প্রুফ’ স্মার্ট সিটি তৈরি করছে চিন

করোনা রুখতে একটা গোটা কোভিড-প্রুফ শহর তৈরি করছে চিন

  • |
Google Oneindia Bengali News

করোনা নাজেহাল গোটা বিশ্ব। দেখা নেই ভ্যাকসিনেরও। এদিকে করোনা ছড়িয়ে গোটা বিশ্বের রোষানলে পড়েছে চিন। এমতাবস্থায় করোনা ঠেকাতে এবার আস্ত একটা শহরেরই পরিকল্পনা করে ফেলেছে চিন। শুনতে অবাক লাগলেও একথা সত্যি। ইতিমধ্যেই জোরকদমে কাজও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

কোভিড-প্রুফ স্মার্ট সিটি তৈরির পথে চিন

কোভিড-প্রুফ স্মার্ট সিটি তৈরির পথে চিন

এবার করোনার উৎপত্তিস্থল সেই চিনেই তৈরি হচ্ছে এই অদ্ভূত শহর। নাম দেওয়া হয়েছে কোভিড-প্রুফ স্মার্ট সিটি। ভবিষ্যতে মহামারী ঠেকাতে এবং লকডাউন জারি হলে সঠিক ভাবে তা মেনে চলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হচ্ছে চিনা প্রশাসনের তরফে।

শহরের নকশা তৈরি করছে গুয়ালার্ট আর্কিটেক্টস

শহরের নকশা তৈরি করছে গুয়ালার্ট আর্কিটেক্টস

সূত্রের খবর, বার্সেলোনা ভিত্তিক গুয়ালার্ট আর্কিটেক্টস এই শহরের নীল নকশা তৈরি করছে। পাশাপাশি লন্ডনের ধাঁচেই গড়ে উঠবে বেজিংয়ের এই মেগাসিটি। ইতিমধ্যেই জিয়ানগান শহরে মধ্যে একাধিক কোভিড প্রুফ বিল্ডিংয়ের নকশাও বানিয়ে ফেলেছে গুয়ালার্ট আর্কিটেক্টস। যেগুলিকে সাধারণত লিভিং কোয়ার্টার হিসাবেই ডাকা হচ্ছে।

 কি ধরণের পরিষেবা দেওয়া হবে লিভিং কোয়ার্টার গুলিতে ?

কি ধরণের পরিষেবা দেওয়া হবে লিভিং কোয়ার্টার গুলিতে ?

এই লিভিং কোয়ার্টার গুলিতে আরমদায়ক পরিবেশবান্ধব পরিবেশের সঙ্গে থাকছে বিশালাকর ব্যালকনি। এছাড়াও কমপ্লেক্স গুলিতে থাকছে কাঠের অ্যাপার্টমেন্ট ব্লক, থাকছে ছাদ, খামারও। এমনকী সমস্ত লিভিং কোয়ার্টারেই পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারের উপরেও জোর দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।

থাকছে অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধাও

থাকছে অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধাও

এছড়াও এই কোভিড প্রুফ শহরে নাগরিকদের জন্য অন্যান্য আধুনিক সুযোগ সুবিধাও থাকছে বলে জানা যাচ্ছে। ভাইরাস প্রতিরোধী একাধিক সরঞ্জামেরও ব্যবহার বাড়ানো হচ্ছে বলে খবর। পাশাপাশি লকডাউনের সময় যাতে সাধারণ মানুষের জীবন এবং জীবিকা স্বাভাবিক ছন্দে রাখা যায় তার জন্যও থাকছে একাধিক বিশেষ ব্যবস্থা।

দেশে করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে, অথচ ভারতে কোভিড টেস্ট হচ্ছে ধীরগতিতেদেশে করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে, অথচ ভারতে কোভিড টেস্ট হচ্ছে ধীরগতিতে

English summary
new ways to prevent coronavirus china is building a covid proof smart city
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X