For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনে নিউমোনিয়ার আড়ালে ছড়াচ্ছে নয়া ভাইরাস, আতঙ্কে ভারত

চিনে নিউমোনিয়ার আড়ালে ছড়াচ্ছে নয়া ভাইরাস, আতঙ্কে ভারত

Google Oneindia Bengali News

নতুন ভাইরাস হানা দিয়েছে চিনে। লক্ষণ সব নিউমোনিয়ার মতো হলেও আসলে অন্য এক মারণ ভাইরাস ছড়িয়ে পড়ছে অসংখ্য চিনার শরীরে। যার নাম করোনাভাইরাস। ইতিমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে চিনে। আক্রান্ত প্রায় ১৭০০ জন। প্রতিদিন আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পরিস্থিতি এমন দিকে এগোচ্ছে তাতে আতঙ্কিত হয়ে পড়েছে ভারতও।

আতঙ্কে ভারত

আতঙ্কে ভারত

অসংখ্য ভারতীয় ছাত্র পড়াশোনার জন্য চিনে থাকেন। প্রায় প্রতিদিনই সেখান থেকে অসংখ্য ভারতীয় এবং চিনা নাগরিরেক আনাগোনা চলছে। তাঁদের মধ্যে কারের শরীরে করে এই ভাইরাস যদি ভারতে ঢুকে পড়ে তাহলে সেটা মারাত্মক আকার নেমে। যেভাবে সোয়াইন ফ্লু ভারতে ঢুকে পড়েছিল েসভাই এই ভাইরাসও ভারতে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্যমন্ত্রক।

ছড়াচ্ছে বাইরের দেশে

ছড়াচ্ছে বাইরের দেশে

ইতিমধ্যেই চিনের বাইরে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে থাইল্যান্ড এবং জাপানে। সেখানে চিন জনের মৃত্যু হয়েছে এই করোনাভাইরাসে। ২০০২ থেকে ২০০৩ সাল পর্যন্ত সার্স নামক ব্যাধিতে আক্রান্ত হয়ে গোটা বিশ্বে মোট ৮০০ জনের মৃত্যু হয়েছিল। সেই সার্সের মূলে ছিল এই করোনা ভাইরাস। নতুন করে আবার এই করোনা ভাইরাসের অস্তিত্ব প্রকাশ্যে আশায় তাই আতঙ্কের প্রহর গুনছেন বিশেষজ্ঞরা।

ভারতীয় যাত্রীদের নির্দেশিকা

ভারতীয় যাত্রীদের নির্দেশিকা

যদিও সাবধানতা হিসেবে আগে থেকেই বিমান বন্দর গুলিকে সতর্ক করেছে ভারতের স্বাস্থ্যমন্ত্রক। চিন থেকে আসা বিমানের যাত্রীদের বিশেষ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছে মুম্বই বিমান বন্দর। থার্মাল স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে চিন থেকে আসা যাত্রীদের। শুধু তাই নয় এই রোগের কোনও চিহ্ন দেখা দিয়ে সঙ্গে সঙ্গে যাত্রীকে আইসোলেশন কেয়ারে হাসপাতালে পাঠানো হচ্ছে। চিনে এই সময় যাওয়ার ক্ষেত্রেও ভারতীয়দের নির্দেশিকা জারি করা হয়েছে। এই সময় চিন সফর এড়িয়ে চলতেই বলা হচ্ছে ভারতীয়দের।

দিল্লি বিধানসভা নির্বাচন ২০২০: আপ-এর 'গ্যারান্টি কার্ড' প্রকাশ্যে! প্রচার-স্ট্র্যাটেজিতে মাত রাজধানীদিল্লি বিধানসভা নির্বাচন ২০২০: আপ-এর 'গ্যারান্টি কার্ড' প্রকাশ্যে! প্রচার-স্ট্র্যাটেজিতে মাত রাজধানী

English summary
new virus spreading in China, India also worried
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X