For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের ২৯ টি দেশে চিহ্নিত 'ল্যাম্বডা', 'গ্লোবাল ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট' বলছে বিশ্বস্বাস্থ্য সংস্থা

করোনা ভাইরাসের (coronavirus) নতুন ভ্যারিয়েন্ট (variant)। ল্যামডা (lambda)নামে চিহ্নিত এই ভ্যারিয়েন্টকে গ্লোবাল ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট ( global variant of interest) বলেই চিহ্নিত করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। হু জানি

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের (coronavirus) নতুন ভ্যারিয়েন্ট (variant)। ল্যাম্বডা (lambda)নামে চিহ্নিত এই ভ্যারিয়েন্টকে গ্লোবাল ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট ( global variant of interest) বলেই চিহ্নিত করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। হু জানিয়েছে, এই ভ্যারিয়েন্ট প্রথমে চিহ্নিত করা হয়েছে, পেরুতে। ২০২১-এর এপ্রিল থেকে এথনও পর্যন্ত ৮১ জনের মধ্যে এই ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে।

বিভিন্ন দেশে পাওয়া গিয়েছে

বিভিন্ন দেশে পাওয়া গিয়েছে

চিলিতে গত ৬০ দিনে ৩২ জন ওই ধরনের রোগী পাওয়া গিয়েছে। অন্যদিকে শুধুমাত্র ব্রাজিলে গ্যামা ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গিয়েছে। আর্জেন্টিনা এবং ইকুয়েডরে ল্যামডা ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গিয়েছে।

অ্যান্টিবডির বিরুদ্ধে প্রতিরোধ

অ্যান্টিবডির বিরুদ্ধে প্রতিরোধ

বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ল্যামডা ভ্যারিয়েন্ট মিউটেশনের মাধ্যমে সংক্রমণ ক্ষমতা বাড়িয়ে তোলে। এছাড়াও এই ভ্যারিয়েন্ট অ্যান্টিবডির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। তবে এই মুহূর্তে এর সংখ্যা খুবই সীমিত। পাশাপাশি এই ভ্যারিয়েন্ট সম্পর্কে আরও জানতে বাড়তি গবেষণার ওপরে জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্বে দাপাচ্ছে ডেলটা

বিশ্বে দাপাচ্ছে ডেলটা

বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জানিয়েছেন, ভারতে প্রথম চিহ্নিত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্ট বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে। ২০২০-র অক্টোবরে ভারতে প্রথম এই ভ্যারিয়েন্ট (B.1.617.2) পাওয়া যায়। ১৫ জুন প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এখন বিশ্বের ৮০ টি দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গিয়েছে। এছাড়াও আরও ১২ টি দেশের ক্ষেত্রে B.1.1617 ভ্যারিয়েন্টেরক হদিশ মেলার কথা বলা হয়েছে। এর বাড়তি তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের খোঁজও ভারতে

ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের খোঁজও ভারতে

বর্তমান পরিস্থিতিতে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে ভারতেও। এছাড়াও ব্রিটেন, কানাডা, নেপাল, জার্মানি, পোল্যান্ড, জাপান, আমেরিকা এবং রাশিয়াতেও তা পাওয়া গিয়েছে। এই ভ্যারিয়েন্ট মনাক্লোনাল অ্যান্টিবডিকে আটকে দিতে পারে বলে জানা গিয়েছে। তবে এখনও এটি ভারতে সেভাবে ছড়িয়ে পড়েনি। তবে এর সংক্রামক ক্ষমতা আগের থেকে অনেকটাই বেশি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

একাধিক বিষয়ে অভিযোগের পর তদন্ত, কলকাতার তিন বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে রিপোর্ট জমা স্বাস্থ্য কমিশনেরএকাধিক বিষয়ে অভিযোগের পর তদন্ত, কলকাতার তিন বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে রিপোর্ট জমা স্বাস্থ্য কমিশনের

English summary
New variant of Coronavirus named Lambda identified in 29 countries in the World
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X