ফেসবুকের মাধ্যমে অ্যাপ বা ওয়েবসাইট গুলির নজরদারি ঠেকাতে মিলতে চলেছে সমাধান
গোপনীয় তথ্য ফাঁস থেকে শুরু করে ব্যক্তিগত গতিবিধিতে নজর সহ একাধিক অভিযোগে বারংবার বিদ্ধ হয়েছে মার্ক জুকারবার্গের ফেসবুক। এই প্রবণতা ঠেকাতে প্রায় দেড় বছর আগে বিশ্ব খ্যাত এই সোশ্যাল নেটওয়ার্ক সাইটি একটি অনন্য ঘোষণা করে।

ওই ঘোষণাপত্রে বলা হয় ব্যবহারকারীরা তাদের ওয়েব ব্রাউজিংয়ের ইতিহাস এবং ফেসবুক অ্যাকাউন্ট গুলির মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করতে পারবেন নতুন প্রযুক্তির মাধ্যমে। এতদিন পরে অবশেষে তিনটি দেশে এই ফিচারটির আনুষ্ঠানিক ভাবে সূচনা করলো ফেসবুক।তালিকায় রয়েছে আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং স্পেনের নাম। পাশাপাশি ফেসবুক জানিয়েছে তারা আগামী মাস থেকে এই তালিকায় আরও একাধিক দেশের নাম যুক্ত করবে।
সূত্রের খবর, কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতেই ব্যবহারকারীদের আরও বিশেষ নিরাপত্তা দিতেই ও তথ্যের গোপনীয়তার উপর আরও বেশী জোর দিতেই ফেসবুকের এই 'ক্লিয়ার হিস্টরি’ টুলের প্রচলন হতে চলেছে। সম্প্রতি অনলাইন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার লক্ষ্যেই 'অফ ফেসবুক অ্যাক্টিভিটি’ প্রকল্পেই এই নয়া ফিচারের সূচনা করতে চলেছে এই বিখ্যাত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি।