For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নাসার' আবিষ্কার: স্মার্ট ফোনে ভাসা যাবে মহাশূণ্যে, লাগানো যাবে গাছ

নাসা এবার এনেছে একটি নতুন গেমিং অ্যাপ। যাতে আপনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভাসবার সুখ পেতেই পারেন ঘরে বসে।

  • |
Google Oneindia Bengali News

ওয়াশিংটন , ১৭ জানুয়ারি: আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভাসবার স্বপ্ন দেখেছেন অনেকবার? কিন্তু স্বপ্ন সফল হয়নি ? চিন্তা নেই, সে স্বপ্ন এবার সফল করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ বিজ্ঞানকেন্দ্র নাসা বা ন্যাশনাল এরোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন।

নাসা এবার এনেছে একটি নতুন গেমিং অ্যাপ। যাতে আপনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভাসবার সুখ পেতেই পারেন ঘরে বসে। শুধু তাইই নয়, প্রতিপালন করতে পারেন গাছ। তবে হাতে অবশ্যই থাকতে হবে স্মার্টফোন।

'নাসার' আবিষ্কার: স্মার্ট ফোনে ভাসা যাবে মহাশূণ্যে, লাগানো যাবে গাছ

এই গেমে খেলোয়াড়দের মাথায় রাখতে হবে, কীভাবে 'আইএসএস মাইক্রো গ্র্যাভিটি এনভায়ারনমেন্ট' বা 'জিরো জি' কাজ করে। বিষয়টি শিখে ফেলতে পারলেই কেল্লা ফতে! উড়ে বেড়াতে পারবেন স্পেস স্টেশনে।

এখনেই শেষ নয়, গেম ব্যবহারকারীরা স্পেস স্টেশনের নভশ্চরদের সঙ্গেও কথা বলতে পারবেন সারসরি। যারা গেমের শেষ অংসের দিকটি বোঝাতে সক্ষম। জানা যাবে কীভাবে মাধ্যকর্ষণ ছাড়াই গাছে জল দেওয়া যায়।

আন্তর্জাতিক স্পেস স্টেশনে ইতিমধ্যেই, জিনিয়া ফুল ও লেটুস শাক উৎপাদন করে ফেলা গেছে। নাসা অনেকদিন ধরেই, কম মাধ্যকর্ষণের পরিবেশে কীভাবে গাছ লাগানো যায় তা নিয়ে গবেষণা করে আসছে। মঙ্গল-যাত্রার মতো লম্বা মহাকাশ সফরে নভশ্চর দলের খাদ্য
উৎপাদনে সুবিধার কথা মাথায় রেখেই এই গবেষণা ।

English summary
New NASA Smart Phone gaming App,grow plant with smartphone.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X